নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

পণ্যের ওয়ারেন্টি পেতে কাগজ দেখানো লাগবে কেন?

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

ডিজিটাল ওয়ারেন্টি। তথ্যপ্রযুক্তির যে চাহিদাটুকু আমাদের দেশে বর্তমানে রয়েছে তা আরও বৃদ্ধি পাবে সাধারণ মানুষের কারণেই। প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আগ্রহ যতখানি বৃদ্ধি পেতে থাকবে ততই প্রযুক্তির ব্যবহার বাড়বে। প্রযুক্তির পণ্য কেনাকাটায় তাই বাংলাদেশের কম্পিউটার মার্কেটগুলোও প্রায় সবরকম ইতিবাচক পদক্ষেপই নিচ্ছে। একটা বিষয় কিন্তু এর মাঝেও লক্ষ্যণীয় যে, ক্রেতারা তার ক্রয়কৃত পণ্যের জন্য যে ওয়ারেন্টি পেয়ে থাকেন তা ক্রেতার জন্য সম্পূর্ণ নিরাপদ না। কেননা, ক্রয়কৃত পণ্যের ওয়ারেন্টি পেতে হলে তাকে একটি কাগজ প্রদর্শন করতে হয়। ক্রেতা যখনই পণ্য ক্রয় করেন তার ওপর ভিত্তি করে যাবতীয় তথ্যের একটি ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠানের নিকট থাকাটাই স্বাভাবিক। ক্রেতা তার পণ্যের ওয়ারেন্টির জন্য রাখা কাগজটি যদি হারিয়ে ফেলে তাতে যেন ক্রেতাকে কোনো প্রকার ভোগান্তির শিকার না হতে হয়। ক্রেতা যখনই তার মোবাইল নম্বর এবং নাম বলবে এবং সেই সাথে পণ্যের বিবরণ দিবে তখনই, যদি তার পণ্যের জন্য ওয়ারেন্টির বিষয় নিশ্চিত করা সম্ভব হয় তাই তার জন্য বেশ ভালো হয়। আর এ কারণেই ক্রেতা প্রয়োজনীয় পণ্যটি যত বেশি মূল্যেরই হোক না কেন পণ্যের নিরাপত্তার ব্যাপারে অবশ্যই একটি নিশ্চয়তাও পেয়ে যাবে।এ বিষয়টি হোক জটিল কিংবা সময়সাপেক্ষ কিন্তু ক্রেতার জন্য একটি ভালো পদক্ষেপই হবে বটে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.