নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

ভালো ও খারাপ দুটোকেই অনুৎসাহিত করা মানেই খারাপকে এগিয়ে নিয়ে যাওয়া

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৯

বাকযুদ্ধ মানেই তার মধ্য থেকে যেই জয়ী হোক একটি সমাধান বেরিয়ে আসবে। এখন কাউকে নিয়ে যখন সমালোচনা আমরা করি তখন সে যদি দেখে যে তাকে দাবিয়ে রাখাই আপনার উদ্দেশ্য তখন সমালোচনা গ্রহণযোগ্যতা হারায়।কোনো মিডিয়া বা মহল যখনই যে কোনো ক্ষমতাসীন দলের পাশে তাদের সাফল্যটুকু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ায়, আবার কোনো ব্যর্থতাকে অগ্রহণযোগ্য মনে করে সরে যায় তখন ক্ষমতাসীন দলের তাদেরকে হেয় করতে কষ্ট হয়। অথবা বলা যায় তাদেরকে বা তাদের কথা আমলে না নেওয়াটা সহজ হয় না। রাজনীতিবিদরা কৌশলী হবেন তাদের কথায় এবং সিদ্ধান্তে এটাই স্বাভাবিক। কিন্তু, তথ্য পরিবেশনে, কথায় এবং সমালোচনায়ও যদি রাজনৈতিক কৌশলের আশ্রয় নেওয়া হয় তাহলে তা রাজনৈতিকভাবেই দেখা হয়। পরামর্শ হিসাবে নয়। আমার আপনার তা করা উচিত নয়। রাজনীতির মাধ্যমের দেশের ভালোটা বেশি হবে, বিপরীতে খারাপও হবে। তাই ভালোটাকেও গ্রহণ করার মনমানসিকতা নিয়ে কাজ না করলে এরপর এ আসবে তারপর আবার ও আসবে। কিন্তু, কাউকে দিয়েই ভালো কিছু পাওয়ার সম্ভাবণা হারাতেই থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.