নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

মেয়েটিরও একটি গতি হলে ভালো হতো

২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আমরা যখন দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো একটি পরিবারের অভিভাবক যারা আছেন তারা মারা যান আগুনে পুড়ে তখনই সেই পরিবারের অসহায় মেয়েটির পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের সুন্দরভাবে সংসার করার যে স্বপ্ন তা যেন ভেঙ্গে না যায় সেজন্য নিজ দায়িত্বে তাদের জন্য নিরাপত্তার নিশ্চিত করেন, তখন সত্যই গর্ব হয়। হ্যাঁ, এমন ঘটনা আমরা দেখেছি।আবার তিনি যখন দেশের প্রধানমন্ত্রী তখন একটি মেয়ের সাথে অশ্লীলতার কারণে এবং সম্মানহানীর কারণে দেখতে হয় যে মেয়েটির অভিভাবকগণ বেচেঁ থাকা সত্যেও মেয়েটি একটি সুন্দর সংসার নয় শুধু একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখতেও আর সাহস পায় না। আমার তখনই মনে হয় প্রধানমন্ত্রীর হৃদয় কি এখন আগের তুলনায় আরও বেশি কেঁদে উঠে না। এমন ঘটনা যখন ক্রমশই বাড়তে থাকে, তখন আবার মনে হয় প্রধানমন্ত্রীর হৃদয় কি আরও বেশি কেদেঁ উঠে না। যখন মনে হয়, যে মেয়ের বাবা ও মা আগুনে পুড়ে মারা গেছে তারা তো মরে গিয়ে বেঁচে গেছে কিন্তু, যে মেয়েটির সাথে এমনটা ঘটেছে তার বাবা মাতো বেচেঁ থেকেই মরে গেছে তখনই মনে হয় প্রধানমন্ত্রীর মনের অবস্থা এখন কি? আর তিনি তখন নিজ দায়িত্বে টাকা পয়সা খরচ করে কোনো মেয়ের বিয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। এখন তাঁর ক্ষমতা ও অর্থ দিয়ে একটি মেয়ে যেন স্বাভাবিক জীবন পায় তা কি করতে চাইবেন না? মেয়েটি যেন সুন্দর সংসার করতে পারে তা কি করতে চাইবেন না?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৮

বিদ্যুৎ আকন্দ জামালপুরী বলেছেন: সবাই যদি কান্নকাটি করে কে থামাবে?

২| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:৩৭

ফারুক আহমেদ ফারুক বলেছেন: সুন্দর বলেছেন। দায়িত্বশীল লোকের কান্না হৃদয়ে থাকে।

৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:৫২

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: আলতু ফালতু ঘটনায় উনি চখের পানি ফ্যালেন না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.