নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

অনাকাঙ্খিত খারাপ কিছু অনেক ভালো কিছুও নিয়ে আসতে পারে

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪০


আসলে অনেক সময় খারাপ কিছু থেকে ভালো কিছু হয়। আপনি শুনবেন যে, বিদেশে কোনো নারী উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। এখন এটা যদি কোনো এক দু নারী না করে অনেকেই করতো তাহলে হয়তো মেরে বা গ্রেফতার করে দমন করা যেত না। অবশ্যেই দাবী আদায় হতো। আবার লক্ষ্য করবেন, ২৫ শে মার্চ রাতে যদি পাকিস্তানী সেনাবাহিনী হঠাৎ হামলা না করতো আমরা নিজেরা গিয়ে কখনই হামলা করতাম না তাদের, যাই হোক ফলশ্রুতিতে আগের জমানো ক্ষোভ এবং প্রতিহত করা সব মিলিয়ে যুদ্ধের মাধ্যমেই দেশ স্বাধীন হলো। আবার দেখুন, যদি অনাকাঙ্খিত ভাবে সেনাসমর্থিত সরকার হঠাৎ চলে না আসতো তাহলে, দেশের রাজনীতিতে একটি অন্য ধরণের ধারা বয়ে যাওয়ার সম্ভবণাটুকুই হয়তো সৃষ্টি হতো না। এভাবেই অনেক সময় দেখবেন, শিশুকে ধরে ধরে না হাঁটিয়ে তাকে হঠাৎ অনাকাঙ্খিত ভাবে একা ছেড়ে দেওয়া হয়, হয়তো সেদিনই শিশুটি হাঁটতে শেখে। অনেক সময় আঘাত পেয়ে কারও স্মৃতি শক্তি কিংবা মস্তিষ্ক ভালো হতেও শোনা যায়। কারও কারও জীবনে সব হারানোর কারণেও সফল হতে শোনা যায়। কাউকে ভুলে করে ভালোবাসার মানুষকে হারিয়ে আরও গভীরভাবে ও ভালোবাসতে শোনা যায়। মদ খেয়ে বেশি মাতলােমো করার কারণেই ইসলাম ধর্মে মদকে হারাম করা হয়েছে। আবার আমার মতো কোনো লেখক হয়তো বা এ লেখার কারণে বাজে কোনো মন্তব্য শোনে, লিখে সময় নষ্ট না করে লেখা বন্ধ করে দিয়ে কোনো কাজে মন দিতেই শোনা যাবে। আসলে, আমি বলতে চাচ্ছিলাম অনাকাঙ্খিতভাবে অনেক সময়েই প্রত্যাশার চেয়ে ভালো কিছু পাওয়া যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: আসলে, আমি বলতে চাচ্ছিলাম অনাকাঙ্খিতভাবে অনেক সময়েই প্রত্যাশার চেয়ে ভালো কিছু পাওয়া যায়।
তবে সেটা ১ভাগের ও নিচের প্রত্যাশা।

২| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:০০

ফারুক আহমেদ ফারুক বলেছেন: হুঁ, এটাইতো সত্য। যা কিছু এভাবে আসে তা কখনই পরিকল্পিত বলা যায় না। হয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.