নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

পড়া মুখস্থ করার মাঝে আনন্দ থাকে না

১০ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

পড়া মুখস্থ করার মাঝে আনন্দ থাকে না। বোরিং মনে হতে পারে।আনন্দ নিয়ে পড়াশোনা করলে তা সহজেই স্মৃতিতে ধারণ করা যায়। আনন্দ নিয়ে পড়াশোনা করার একটি অন্যতম ব্যাপার হলো পড়ার বিষয়টি কি বলতে চাচ্ছে এবং কেন বলছে তা বুঝতে পারা। একবার বুঝতে পারলে নিজের মতো করে তা ঘুছিয়ে বলা ও লেখা যাবে। এতে একঘেয়েমি নিয়ে পড়াশোনা করার বাজে চাপ থেকে মুক্ত হওয়া যাবে।পড়া বুঝতে পারলে তা স্মৃতি থেকেও সহজে মুছে যায় না। আবার মুখস্থ পড়ালেখায় বারবার ভুলে যাবার সম্ভাবনা বেশি থাকে।হুবহু মুখস্থ করে পড়াশোনা করা একটি ক্ষতিকর ব্যাপারও বটে। এমনটি ছাত্র-ছাত্রীকে পড়াশোনার ব্যাপারে অনাগ্রহীও করে তুলে বটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.