নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে কিছু না পাওয়া

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০

১। পর্যাপ্ত পরিমাণে ভালো রাস্তাঘাট নেই। এখনও অনেক ছোট বড় রাস্তা ঘাটের অবস্থা চলাচলের জন্য ভালো নয়।
২। মানুষের উপার্জন এখনও আশানুরূপ নয়।
৩। গ্যাসের প্রাপ্তি অনেক জায়গাতেই নিশ্চিত নয়।
৪। শিক্ষিত বেকারের সংখ্যা বেশি।
৫। চিকিৎসাখাতে খরচ বেশ ব্যয়বহুল।
৭। দ্রব্যমূল্য সব সময় স্থির থাকে না।
৮। কৃষকরা সব সময়ই অনুৎসাহিত হয়।
৯। কৃষিকাজে আধুনিক পদ্ধতির ব্যবহার করা হয় না।
১০। শিক্ষা ব্যবস্থা এখনও জীবনমুখী নয়।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হবে হয়ত কোনো একদিন । :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

মনির হোসেন মমি বলেছেন: এতো নাইয়ের মাঝে আমরা এখনো বেচে আছি এটাই কম কী।দারুণ অনুভুতি।হয়তো হবে একদিন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

নতুন বলেছেন: আশাবাদী হউন। হিসাব করুন কতকিছু এখন আপনার আমাদের আছে।

যেটাতে ঘাড়তি আছে সেটা তে উন্নতি করার চেস্টা করুন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: এই দেশে শুধু রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা মানুষজন আরামে থাকবে। বাকি সব মানবেতর জীবন যাপন করবে।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫

জাহিদ হাসান বলেছেন: একটা পয়েন্ট মিসিং-

বিরোধী মত প্রকাশ করলেই আবরার ফাহাদের মত পিটিয়ে হত্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.