নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর ব্যাপারে অভিজ্ঞ হওয়ার সুযোগ চাই

২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

যারা শিক্ষানবীশ হিসাবে কাজ করতে আগ্রহী তাদের কিন্তু কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে না।যারা শিক্ষানবীশ হিসাবে কাউকে কাজে রাখতে আগ্রহী তারা কিন্তু যে শিক্ষানবীশ হিসাবে কাজ করবে তাকে সময় দিয়ে কাজ শিখিয়ে নিতে আগ্রহী।এতে কাজের একটা অভিজ্ঞতাও হয়।কিছু টাকাও উপার্জন করা যায়।আমাদের দেশের অনেক ছেলে মেয়েরাই শিক্ষানবীশ হিসাবে কাজ করতে আগ্রহী।শুধু তারা যে বিষয়ে শিক্ষানবীশ থাকতে আগ্রহী সে বিষয়ে কোথায় শিক্ষানবীশ হিসাবে থাকবে তা তাদের জানা নেই।পরিচিত লোকের মাধ্যমে অনেকেই কাজ পেয়ে যায়।কেননা, কোনো কাজ শেখার আগ্রহই এক্ষেত্রে যথেষ্ট। শিক্ষানবীশ হিসাবে থাকতে আগে দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন একটা ওয়েব সাইট কি হতে পারে যেখানে উভয় পক্ষই সুবিধা পাবে।যে কাজ করতে আগ্রহী সে জানবে কোথায় কোন ধরনের কাজে শিক্ষানবীশ হিসাবে নেওয়া হচ্ছে। আবার যে কাজ দিতে আগ্রহী সে সময়মতো আগ্রহী লোককেই কাজে রাখতে পারবে।এখানে উভয়ের মধ্যে যোগাযোগেরও ব্যবস্থা থাকবে।আমি দেখেছি অনেকেই এভাবে কাজে লোক নিতে আগ্রহী। সুতরাং, ওয়েব সাইট হলে অনেকেরই প্রয়োজন মিটবে। এ দিকে কাজের অভাবে অনেক ছেলে মেয়েকেই বছরের পর বছর বসে থাকতে হবে না।চাকুরীর ব্যাপারে অভিজ্ঞতার জন্য বেগ পেতে হবে না।অভিজ্ঞতা অর্জনের একটি ভালো সুযোগ হবে অনেকের।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিষয়টি নিয়ে চাকুরী দাতা প্রতিষ্ঠান গুলো
একটু ভাবলে অনেক চাকুরী প্রত্যা্শীরা
উপকৃত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.