নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী বলা ও লেখা হবে সংকোচ ছাড়াই

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

ইংরেজীতে আমরা কথা বলার চেষ্টা করবো। ছোটবেলায় কিন্তু আমরা বাংলা ভাষাতেই কথা বলতে চেষ্টা করেছিলাম।বলতে গিয়ে ভুল হয়েছিল কখনও কম কখনও বেশি।ভুল হলে শুদ্ধ কোনটা হবে তা মানুষের কথা শুনতে শুনতেই বুঝে গিয়েছিলাম।প্রথমে ছোট ছোট লাইন বলতে পেরেছিলাম পরে আস্তে আস্তে বড় লাইনও বলতে পেরেছি সুন্দরভাবে।এভাবে বাংলা ভাষা শেখার পদ্ধতিটিকে কাজে লাগিয়ে ইংরেজী ভাষাও শিখতে চাই।একটা ব্লগ সাইট হলে ভালো হয়।যেখানে ইংরেজীতে ব্লগ লিখবো। এখানে ইংরেজীতে ভুল হবে। কেউ ভুল লিখবে।কেউ শুদ্ধ লিখবে।কেউ ভুল সংশোধন করে দিবে। এভাবে দিনের পর দিন পার হতে থাকবে এবং আস্তে আস্তে অনেকেই তাদের জড়তা কাটিয়ে উঠবো। যার যার সাধ্যমতো অল্প লাইনে লিখবে, আবার বেশি লাইনেও লিখবে।কমেন্টও হবে ইংরেজীতে। এখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ভুল শুদ্ধের কথা ভেবে কেউ থেমে থাকবে না।ব্লগ লিখতে এখানে মূল চেহারা ও নাম না দিয়ে রূপক কিছু ব্যবহার করলেও করতে পারা যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

অক্পটে বলেছেন: ভালো উদ্যোগ হবে এটা কেউ যদি শুরু করে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ইংরেজী জানা খুব জরুরী।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

একাল-সেকাল বলেছেন: very good idea !
need a platform for all to study English as like Mother tongue।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমরা বিশ্ববাজারে জনশক্তি রপ্তানিতে পিছিয়ে পড়ছি নূন্যতম চালিয়ে নেয়ার মতো ইংরেজিতে কমিউনিকেট করতে না পাড়ার কারণে | এদিকে ভারত, ফিলিপিন এমনকি পাকিরাও অনেক এগিয়ে | ভুল হোক বা শুদ্ধ হোক আমাদের দৈনন্দিন কর্মকান্ডে ইংরেজি ব্যবহার শুরু করলে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যাবে |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.