নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহযে রাগি না, কিন্তু রাগলে খবর আছে

ফারুক রহ্মান

আমি খুবই সাধারণ একজন বালক এবং আশাবাদী যে, আধা গ্লাস পানি কে এক গ্লাস পানি হিসাবে দেখি, খালি দেখিনা।

ফারুক রহ্মান › বিস্তারিত পোস্টঃ

আবারো ১৮+ কৌতুক

০৬ ই জুন, ২০১১ রাত ৯:১০

বি:দ্র: যারা ছোট (সকল দিক থেকে) তাদের দুটো পায়ে পড়ি, তারা যেন এটা না পড়ে।

১) বাচ্চাদের স্কুলের টিচার মিস তানিয়া একদিন ছুটির পর ছোট্ট বাবুকে দাঁড় করালেন।



‘এক মিনিট দাঁড়াও ছোট্ট বাবু।’ চশমার ওপর দিয়ে চাইলেন তিনি। ‘তোমার হোমওয়র্ক তো খুব খারাপ হচ্ছে ক’দিন ধরে। তোমার কি কোন সমস্যা হচ্ছে?’



ছোট্ট বাবু মাথা ঝোঁকালো। ‘জ্বি টিচার। আমি প্রেমে পড়েছি।’



মিস তানিয়া মিষ্টি হাসলেন। ‘কার প্রেমে পড়েছো?’



‘আপনার, মিস তানিয়া। আমি আপনাকে বিয়ে করতে চাই।’



‘কিন্তু ছোট্ট বাবু,’ নরম গলায় বললেন মিস তানিয়া, ‘ভেবে দ্যাখো ব্যাপারটা কেমন বোকাটে হবে? নিশ্চয়ই আমি একদিন কাউকে স্বামী হিসেবে চাইবো … কিন্তু আমি তো কোন বাচ্চা চাই না।’



‘ভয় পাবেন না মিস।’ আশ্বাস দিলো বাবু। ‘সেক্ষেত্রে আমি কনডম ব্যবহার করবো।’









২) একটা বারে এক বুড়ো কাউবয় বসে আছে, পুরো কাউবয় সাজে। এক তরুণী এসে তার পাশে বসলো।



‘তুমি কী সত্যিই একজন কাউবয়?’ জিজ্ঞেস করলো সে।



কাউবয় বললো, ‘আসলে, আমি আমার সারাজীবন কাটিয়েছি খামারে। গরু পেলে বড় করেছি, বুনো ঘোড়া পোষ মানিয়েছি, ভাঙা বেড়া সারিয়েছি … মনে হয় আমি একজন কাউবয়।’ একটু থেমে জিজ্ঞেস করলো সে, ‘তা, তুমি কী করো?’



তরুণী উত্তর দিলো, ‘আমি একজন লেসবিয়ান। সারাদিন আমি মেয়েদের চিন্তা করি। ঘুম থেকে উঠেই আমি মেয়েদের নিয়ে ভাবি। আমি যখন খাই, টিভি দেখি, ব্যায়াম করি, তখনও আমি মেয়েদের কথা ভাবি।’ এ কথা বলে মেয়েটা ড্রিঙ্ক শেষ করে উঠে চলে গেলো।



একটু পর আরেকটা মেয়ে এসে বসলো কাউবয়ের পাশে।



‘হাই, তুমি কি সত্যিই একজন কাউবয়?’ জিজ্ঞেস করলো মেয়েটা।



কাউবয় বিষণ্ন মুখে বললো, ‘আমি তো সারাটা জীবন তা-ই জানতাম, কিন্তু একটু আগে টের পেয়েছি, আমি আসলে একজন লেসবিয়ান।’



৩) ভোরবেলা। মহিলা স্বামীকে বললেন, ‘নাস্তা করবে না? ডিম পোচ আর টোস্ট, সাথে আপেল আর কড়া এক কাপ কফি?’



স্বামী মাথা নাড়লেন, ‘উঁহু। এই ভায়াগ্রা, বুঝলে, আমার খিদে একেবারে নষ্ট করে দিয়েছে।’



দুপুরবেলা। মহিলা স্বামীকে বললেন, ‘লাঞ্চ করবে না? মুরগির সুপ, সালাদ, আর তার সাথে চিজ স্যান্ডউইচ নাহয়?’



স্বামী মাথা নাড়লেন, ‘উঁহু। এই ভায়াগ্রা, বুঝলে, আমার খিদে একেবারে নষ্ট করে দিয়েছে।’



সন্ধ্যেবেলা। মহিলা স্বামীকে বললেন, ‘ডিনার করবে না? যাও না গো, চিকেন ফ্রাই নিয়ে এসো, দুমিনিট লাগবে, ঐ মোড়ের কাবাবের দোকানে পাবে। কিংবা পিজার অর্ডার দিই ফোন করে?’



স্বামী মাথা নাড়লেন, ‘উঁহু। এই ভায়াগ্রা, বুঝলে, আমার খিদে একেবারে নষ্ট করে দিয়েছে।’



মহিলা এবার চটে গিয়ে বললেন, ‘তাহলে নামো আমার ওপর থেকে। ক্ষিদেয় পেট জ্বলছে আমার, কিছু খাবো!’



৪)এক সৈন্য ছুটতে ছুটতে এসে হাজির এক নানের কাছে।



“সিস্টার, আমাকে খুঁজছে এক দুষ্ট পুলিশ। আমাকে বাঁচান!” বললো সে।



“ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাছা! তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?” খোনা গলায় বললেন নান।



“আমি কি আপনার এই ঢোলা আলখাল্লার নিচে লুকাতে পারি?” জানতে চাইলো সৈন্য।



“নিশ্চয়ই।” সায় দিলেন নান। সৈন্য হামাগুড়ি দিয়ে তাঁর আলখাল্লার নিচে ঢুকে পড়লো।



খানিকক্ষণ বাদেই এক পুলিশ ছুটতে ছুটতে এসে হাজির।



“সিস্টার, এদিক দিয়ে কোন সৈন্যকে যেতে দেখেছেন?”



“হ্যাঁ বাছা। সে তো ওদিকে চলে গেলো ছুটতে ছুটতে।”



পুলিশ ধন্যবাদ জানিয়ে নানের দেখানো দিকে ছুটতে ছুটতে চলে গেলো।



আলখাল্লার নিচ থেকে বেরিয়ে সৈন্য বললো, “সিস্টার, আপনি আমাকে বাঁচালেন। আমি যুদ্ধে যেতে চাই না, কিন্তু ব্যাটারা আমাকে জোর করে পাঠাবেই!”



নান বললেন, “ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”



সৈন্য বললো, “ইয়ে, সিস্টার, একটা কথা আপনাকে বলা দরকার। আলখাল্লার নিচে বসে দেখলাম কি না। দারুণ একজোড়া ঊরু আপনার!”



নান বললেন, “বাছা, আরেকটু ওপরে খেয়াল করলে দারুণ একজোড়া অন্ডকোষও দেখতে পেতে। আমিও যুদ্ধে যেতে চাই না …।

পরের পাতা

মন্তব্য ৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১১ রাত ৯:২১

আমি তুমি আমরা বলেছেন: মহিলা এবার চটে গিয়ে বললেন, ‘তাহলে নামো আমার ওপর থেকে। ক্ষিদেয় পেট জ্বলছে আমার, কিছু খাবো!

=p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১১ রাত ৯:২৪

ফারুক রহ্মান বলেছেন: আপনার প্রোফাইল ফটো ফাটাফাটি

২| ০৬ ই জুন, ২০১১ রাত ৯:২৬

ইশতিয়াক মাহমুদ বলেছেন: দুই নাম্বারটা জটিল... নতুনও লাগল...

৩| ০৬ ই জুন, ২০১১ রাত ৯:৪৭

ফারুক রহ্মান বলেছেন: ফাটাপাটি, ফাটাপাটি, ফাটাপাটি, ফাটাপাটি--লিখছি আমি।

৪| ০৬ ই জুন, ২০১১ রাত ১০:১৮

একাকী বালক বলেছেন: ইশতিয়াক মাহমুদ বলেছেন: দুই নাম্বারটা জটিল... নতুনও লাগল...

৫| ০৬ ই জুন, ২০১১ রাত ১০:৫২

রং রিয়াজ বলেছেন: আমার সব কমন পড়ে গেছে।

৬| ০৭ ই জুন, ২০১১ রাত ৩:৪১

আন্ধা পোলা বলেছেন: :!> :!> :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.