| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজানামিতু
আমি ফারজানা মিতু। শখ করে লিখি, নিজের কল্পনার সব রঙ তাই ছড়িয়ে দিয়েছি আমার সব লেখায়, কষ্ট আর প্রেম তাই এঁকে এঁকে জায়গা করে নিয়েছে আকাশ নীল শূন্যতায়।
তোমার অজান্তে
-ফারজানা মিতু
তোমাকে বোঝাতে চাই কতোকিছু
তুমি ভেজা ঘাসে পা লাগাতেই বোঝো
শিশিরের স্পর্শ,
তুমি সন্ধ্যার শীতল বাতাস ছুয়ে বোঝো
পৌষের আগমনী,
তুমি খোলা জানালায় দাড়িয়ে বোঝো
একাকিত্তের স্বাদ,
তুমি সবই বোঝো তারপরও কি যেন বোঝো না;
তুমি আমার চোখে জমা কান্না দেখো
এই কান্নার মাঝে যে তুমিহীনতা সেটা বোঝো না?
তুমি শুধু আমার অস্থিরতা দেখো
এই অস্থিরতার আড়ালে যে তুমি আছো সেটা দেখো না?
©somewhere in net ltd.