![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
শুরুতেই নতুন, পুরাতন, মাল্টি ও পাঠক - সকলকে জানাই খাঁটি সরিষা ফুলের শুভেচ্ছা -
দূরত্ব যতোই হোক কাছে থাকুন আর খেজুরের রস খান -
মাগনা রস খাওয়ার দিন শেষ -
সোনালি রোদ -
অপরাহ্ন -
কুয়াশায় ধুয়াশায় ভেসে যাওয়া অদূরে -
এক পায়ে একা পাখি -
একা সাদা পায়রা -
রাজপথে নতুন ছাগু!
-
সবগুলো ছবি আমার তোলা। :!>
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
ফারজুল আরেফিন বলেছেন: না আপু, আমাদের গ্রামের না।
এগুলো ঝিনাইদহে তোলা।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
রাতুল_শাহ বলেছেন: কুয়াশায় ধুয়াশায় ভেসে যাওয়া অদূরে
এটা বেশি ভাল লাগলো। এটা কি আপনার গ্রাম?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: না, আমার গ্রাম না।
ধন্যবাদ ভাই।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
মোমের মানুষ বলেছেন: এগুলানের মধ্যে আপনার ছবি কোন খান?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
ফারজুল আরেফিন বলেছেন: ঐগুলোতে নাই, এইখানে আছি - আজ বিকেলে তোলা টাটকা ছবি -
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
চ।ন্দু বলেছেন: ছোটবেলায় মাঘ মাসের শীতের সকালে কাঁসার গ্লাসে লাল রঙ এর খেজুরের রস আর পাটকাঠির নল দিয়ে কূয়াশা ভরা রোদে বসে মুড়ির সাথে একটু একটু করে খাওয়া- আহা সেইদিনগুলো!!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
ফারজুল আরেফিন বলেছেন:
এই নেন আপনার ছোটবেলার ছবি
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ছবিগুলা।
নতুন বছর, জানুয়ারী মাসের শেষ এবং আসন্ন ফেব্রুয়ারী মাসের শুভেচ্ছা ||
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
হুপফূলফরইভার বলেছেন: উফ!! পুরনো ব্লগারের, কুয়াশা-ধুয়াশায় ভেসে যাওয়া আদূরে মেঠো পথ আর এক পায়ে একা পাখি - ছবি দুটো দেখে লগইন না করে পারলাম না!
হ্যাপি ছবিব্লগিং ব্রাদার
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
ফারজুল আরেফিন বলেছেন: আপনি তো আরো প্রাচীনতম ব্লগার
খুশি হলাম শুনে।
নেন, আপনার জন্য সীমান্তবর্তী ইছামতি নদী।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব সুন্দর , গ্রামের শীতের সকাল , কুয়াশা , সবগুলোই সুন্দর ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া।
অস্তগামী লাল সূর্যটাও সুন্দর।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
লোনলিফাইটার বলেছেন: ওয়ার্ক প্লেস নাকি ব্রো?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
ফারজুল আরেফিন বলেছেন:
:-< :-<
হুমমম, সারা জেলা সারা বেলা - উইথ মাই বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ এন্ড ড্রাইভার।
থ্যাংকস ব্রো।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
বয়ানবাজ বলেছেন: রাজপথে নতুন ছাগু! )
)
মজা পাইলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: ছাগুময় রাজপথ
থ্যাংকস
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
নিমচাঁদ বলেছেন: ফারজুল , ছবি তোলার ষ্টাইল আর বিষয়বস্ত বলে দেয় , তুমি কি ভাবো , তোমার মনে কি আছে ।
অসাম ! অসাম !
লালপরী , ফুলপরী , নীল পরী জীবনে কি কিছু মিললো না একা একা পথ চলতেছো এখনো ?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
জীবনের প্রয়োজনে পরীর থেকে ২০০+ কি.মি. দূরে আছি। পরিস্থিতি প্রতিকূলে, অনুকূলে আসলে হয়তো একাকীত্ব ঘুচবে। আবার একাকীত্ব বিষয়টা এমন যে, সবই আছে অথচ একাকীত্ব চলে আসে। এই আপেক্ষিক বিষয়টা মনে হয় অনেক জটিল।
দোয়া করবেন যাতে ৩০ পার না হয়! :!>
ভালো থাকুন। ভ্রমণ সুন্দর ও শুভ হোক।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: শুরুতেই নতুন, পুরাতন, মাল্টি ও পাঠক - সকলকে জানাই খাঁটি সরিষা ফুলের শুভেচ্ছা -
আমি কোন দলে ঠিক ঠাউর করে উঠতে পারছিনা
তয় ফুটু ব্লগ পুরাই অসাম
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ফারজুল আরেফিন বলেছেন: আপনি তো ভাই-বেরাদার দলের।
অনেক ধন্যবাদ ভাই।
সময় কম থাকলে ফুটু ব্লগই একমাত্র ভরসা।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
আশিক মাসুম বলেছেন: ভাল লাগলো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
ঘুড্ডির পাইলট বলেছেন: খেজুরের রস খাইয়া পরে নিপাহ ভাইরাস হইবো ।
কেমুন আছেন ? অনেক দিন পরে আইলেন । ভালো লাগলো অনেক দিন পরে দেইখা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: রাতের রস না, দিনের রস খান। দিনের বেলা বাদুর বসে না।
ভালো আছি ভাই, আপনার কি খবর?
অনেক ধন্যবাদ।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
মহামহোপাধ্যায় বলেছেন: বেশ কিছুদিন পর পোস্ট দিলেন ভাইয়া। অনেক সুন্দর। অনেক ভালো লাগা নিয়ে গেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
ফারজুল আরেফিন বলেছেন: হুমমম বেশ কিছু দিন ধরে নেটে সময় দিতে পারছিনা ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
ধন্যবাদ অশেষ......।
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
নক্ষত্রচারী বলেছেন: বাহ ! খুব সুন্দর পোষ্ট ।
আছেন কেমন ফারজুল আরেফিন ভাই? জব কেমন চলছে ??
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো আছি, আপনি কেমন আছেন?
আপনাদের দোয়ায় জব ভালোই চলছে। সাধারণ মানুষের কাছাকাছি থেকে ও তাদের কল্যাণের জন্য কাজ করায় আনন্দ আছে। এখন ২৫-৩০টা সাইটে কাজ চলছে, আরো সাইট যোগ হবে। সাইটে ঠিকাদারদের কাজ তদারকি করতে হয়, অফিসেও বসতে হয়। এজন্য সময় পাচ্ছি না একেবারেই। প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াচ্ছি - ভালোই লাগছে।
ভালো থাকবেন ভাই.....
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
শের শায়রী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম ব্রো
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো।
ভালো থাকবেন......
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
গেমার বয় বলেছেন: ছবিগুলো মনে হয় জুম করে তোলা হয়েছে, আরেকটু জুম আউট করে তুললে মনে হয় আরও ভাল হত !!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
ফারজুল আরেফিন বলেছেন: হুমমমমমমম বেশির ভাগই জুম করে তোলা।
ধন্যবাদ অনেক অনেক......
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: নাইস!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ফারজুল আরেফিন বলেছেন: থ্যাংকস
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ ভাই।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেট হ্যাপি নিউ ইয়ার!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
ফারজুল আরেফিন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
থ্যাংকস!!
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
জলঝিরি বলেছেন: অপূর্ব ! ++++
ক্যাপশন গুলোতে ছবি গুলো যেন জীবন্ত হয়ে গিয়েছে ।
কুয়াশায় ধুয়াশায় ভেসে যাওয়া অদূরে - এটার জন্য একটা অতিরিক্ত+ থাকল
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ জলঝিরি।
ভালো থাকুন সবসময়।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
যুবায়ের বলেছেন: তয় খেজুরের রস খাইতে সাবধান!!!
নিপাহ ভাইরাস সংক্রমনের সময় কিন্তু!!..
পোষ্টে ভালোলাগা++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
যুবায়ের বলেছেন: সরিসার সাথে মৌরি সজ (মশলার চাষ) ফুল!!
ছবিটি আমার মোবাইল ক্যমেরায় তোলা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: এটা বাস্তবে আরো সুন্দর, আমি দেখেছি।
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
আমিনুর রহমান বলেছেন: ১২ তম ভালো লাগা।
অসাধারণ সব ছবি +++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
এসএমফারুক৮৮ বলেছেন: +++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই।
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
মাক্স বলেছেন: ২০১৩ এর প্রথম পোস্টে ১৩ তম ভালোলাগা!
তিন নাম্বার কমেন্টের আনসারে আপনের ছবি দেখলাম!
আপনের প্রায় সব চুলইতো পড়ে গেসে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
এমপি মহোদয় আর চেয়ারম্যানের মাথার চুল পড়ে গেছে, আমারটা ঠিক আছে। ভালো করে দেখেন।
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শ্রাবণ জল বলেছেন: ছবি ভাল লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
এসএমফারুক৮৮ বলেছেন: সময় উপযোগী একটা পোষ্ট দেন ভাই।
অপেক্ষায় রইলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
ফারজুল আরেফিন বলেছেন: আমি হলাম সামুর পাঠক, ব্লগার হলে সময় উপযোগী পোস্ট লিখে ফেলতাম হয়তো!
২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
রুদ্রাক্ষী বলেছেন: আপনার ফটো ব্লগ দেখে লগইন করলাম অসাম........।দারুন লাগলো ছবি গুলো কুয়াশা ত অসাধারন .....................অস্তগামী লাল সূর্য আর সরিষা ক্ষেত.........।দারুন......।অনেক অনেক ভালোলাগা .................।++++++++++++++++++++++
একটা সমস্যা হয়েছে ব্লগে আসতে ভালো লাগে না রে ............। আমার সব সমস্যার সমাধান ত আপনি দেন .........।এটাও একটু সমাধান করে দেন না প্লীজ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ব্লগে কিছু কারণে আমারও আসতে ভালোলাগে না। তাই খারাপ লাগার বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজের ব্লগ পাতাতেই সময় কাটাই, কমেন্টের উত্তর দিই, মাঝে মাঝে কোন পোস্ট চোখে পড়লে কমেন্ট করি। আপনি কিছুদিন বিরতি দিয়ে দেখুন, মন টানলে আবার নিয়মিত হবেন। নিজের ব্লগ পাতাকে সবাই কম বেশী ভালোবাসে, সে ভালোবাসা থেকে প্রতিদিন একবার হলেও এসে ঘুরে যান। সময়ের সাথে সবকিছুই ফুরিয়ে যায় - ভালোলাগা কিংবা মন্দলাগা। তাই মনকে প্রাধন্য দেয়াটাই যুক্তিক - অভ্যাস ও মায়াকে না।
ব্লগে এসে কিছু মানুষকে না দেখলে একলা লাগে, ঠিক যেমন বিশাল জনস্রোতে আমি একা! একেবারে নিরুদ্দেশ হবেন না আশাকরি।
খুব বেশি ভালো থাকুন, শুভকামনা সব সময়ের জন্য।
৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
স্বদেশ হাসনাইন বলেছেন: সুন্দর ছবি।
ভাল লেগেছে -
পাখি আমার একা পাখি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসনাইন ভাই।
ভালো থাকুন সব সময়....।
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
তাসজিদ বলেছেন: ছবি তো ভালই তুলেন।++++++++++
ছবি দেখে খেজুরের রস খেতে ইচ্ছে হচ্ছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
ফারজুল আরেফিন বলেছেন: তাই নাকি!!
আর কিছুদিন পর হয়তো তালের রস খাওয়া যাবে।
ধন্যবাদ আপনাকে।
৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
অভিলাসী আমি বলেছেন: ভালো লাগলো.... প্লাস !
০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
হুপফূলফরইভার বলেছেন: এই (ইছামতি) নদীতে
টেংরা পুটি শিংগি মাগুর
আছে কুড়ি খানি?
তৈলে মেরে নামতে পারি
আমার কাছা খানি
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
ফারজুল আরেফিন বলেছেন: কুড়ি খানির অনেক বেশি আছে, নামতে পারেন নদীতে।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
শায়মা বলেছেন: এটা কি তোমাদের গ্রামের ছবি ভাইয়া?