![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।
"এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।।
শোনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে।।
আমির ফকির হয়ে এক ঠাঁই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রেহাই
ভবে কেহ নাহি পাবে।।
ধর্ম কুল গোত্র জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেবা দেখায়ে দেবে।। "
১। প্রবেশ পথ...
"আপনারে আপনি চিনি নে।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।
আপনারে চিনতাম যদি
মিলতো অটল চরণ-নিধি
মানুষের করণ হত সিদ্ধি
শুনি আগম পুরাণে।।
কর্তারূপের নাই অম্বেষণ
আত্মার কি হয় নিরূপণ
আত্মাতত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে।।
দিব্যজ্ঞানী যে জন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই লালন রৈলো
জন্ম-অন্ধ মন-গুনে।।"
২। "তিন পাগলে হলো মেলা
ন’দে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।।"......
"সদা মন থেকো রে হুঁস
ধর মানুষ রূপ-নিহারে।
আয়না আঁটা রূপের ছটা
চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপকে জানা,
তারই নাম উপাসনা,
গাঁজার দাম চড়িয়ে মনা,
বমকালী আর বলো না রে।।
বর্তমানে দেখো ধরি,
নরদেহ অটল বিহারী,
মরো কেন হরি বড়ি
কাঠের মালা টিপে-হারে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নেহারী সিদ্ধ তারা,
লালন কয়, আমার খেলা
‘ডাণ্ডাগুলি’ সার হলো রে।।"
৩। বিকেলের আলোয়....
"এমন মানব জনম আর কি হবে।
মন যা কর, ত্বরায় কর এই ভবে।।
অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের তুলনা কিছুই নাই ।
দেব-দানবগণ,
করে আরাধন
জনম নিতে মানবে।।
কত ভাগ্যের ফলে না জানি,
মন রে, পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায়
তরী সুধারায়,
যেন ভরা না ডোবে।।
এই মানুষে হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানুষ রূপ এই গঠিল নিরঞ্জন,
এবার ঠিকিলে আর
না দেখি কিনার,
লালন কয় কাতর ভাবে।।
৪। সামনে শিষ্যদের কবর....
"ভবে মানব-গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাঁওড় খাল
সর্ব স্তরে একই সে জল
একা মোর সাঁই
আছে সর্ব ঠাঁই
মানুষ মিশে সে হয় রূপান্তর।।
নিরাকারে জ্যোতির্ময় যে
আকারে সাকার হয় সে।
যে দিব্যজ্ঞানী হয়
সে জন জানতে পায়
কলিযুগে হয় মানব-অবতার।।
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে রয়।
ডেকে সিরাজ সাঁই
লালনকে কয়
কুতর্কের দোকান খুলিস নে আর।।"
৫। খালি পায়ে প্রবেশ.....
"মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ দাসী,
ও তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোকলজ্জার ভয়
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।।"
৬। পাশাপাশি পালক মা মতিজান ফকিরানী ও ফকির লালন শাহ....
"আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া
গুরু আমি একজনা।
আমার বদ্ হাল তুমি দেখলে না।।
শিশুকালে মইর্যা গেছে মা
গর্ভ থুইয়া পিতা ম’ল
তারে দেখলাম না।
কে করবে সেই লালন পালন
কে করবে সান্ত্বনা।।
গিয়েছিলাম ভবের বাজারে
ছয় চোরা চুরি করে
গুরু বাঁধে আমারে।
তাই সিরাজ সাঁই খালাস পাইল
লালনেরে দিল জেলখানা।।"
৭। লালন....
“ মন আমার কি ছার গৌরব করছো ভবে!
দেখ না রে সব হাওয়ার খেলা,
হাওয়া বন্ধ হতে দেরী কি হবে?
থাকতে হাওয়ার হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন যেন কু ঘটাবে।
বন্ধ হলে এ হাওয়াটী,
মাটীর দেহ হবে মাটী
দেখে শুনে হওনা খাঁটী
মন! কে তোরে কত বুঝাবে।।
ভবে আসার আগে যখন,
বলেছিলে কর্ম সাধন
লালন বলে সে কথা মন,
ভুলেছো এই ভবের লোভে।।”
৮। কাঙ্গালিনী সুফিয়া.....
"দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।।
দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর ঢুকেছে
ছয় জনাতে সিঁদ কাটিছে,
চুরি করে একজনা।।
এই দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয় জনাতে গুণ টানিছে,
হাল ধরেছে একজনা।।
দেহের মধ্যে বাগান আছে
নানা জাতির ফুল ফুটেছে
ফুলের সৌরভে জগত্ মেতেছে
কেবল লালনের প্রাণ মাতলো না।।"
৯। মূরাল - লালন লোক সাহিত্য কেন্দ্র...
"পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা।
আগমে আছে প্রকাশি
ষোল কলাই পূর্ণশশী
পনেরই পূর্ণমাসী
শুনে মনের ঘোল গেলনা।
সাতাইশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে
কোন সময় চলে সাইত্রিশেতে
যোগের এমনি লক্ষণ
অমৃত ফলের স্থান
জানত যদি দরিদ্র মন
অশুসার কিছুই রইত না।।
পূর্ণিমার যোগাযোগ হলে
শুকনা নদী উজান চলে
ত্রিবেণীর পিছল ঘাটে
নিঃশব্দে বন্যা ছোটে
চাঁদ-চকোরে ভাটার চোটে
বাঁধ ভেঙ্গে যায় তত্ক্ষণা।।
নিচের চাঁদ রাহুতে ঘেরা
গগন চাঁদ কি পাব ধরা
দখল হয় রে অমাবস্যে
তখন চন্দ্র রয় কোন দেশে
লালন ফকির হারায় দিশে
চোখ থাকতে হয়ে কানা।।"
১০। যাদুঘরের ভেতরে.....
"খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না-মহল তায়।।
কপালে মোর নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা খুলে পাখী আমার
কোন বনে পালায়।।
মন, তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরী কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কেঁদে কয়।।
লালন কয় খাঁচা খুলে
সে পাখী কোনখানে পালায়।।"
১১। লালনের মূরাল.....
"সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।।
কেউ মালায় কেউ তসবি গলায়,
তাইতে যে জাত ভিন্ন বলায়।
যাওয়া কিম্বা আসার বেলায়,
জাতের চিহ্ন রয় কার রে।।
যদি ছুন্নত দিলে হয় মুসলমান,
নারীর তবে কি হয় বিধান?
বামন চিনি পৈতা প্রমাণ,
বামনী চিনি কিসে রে।।
জগত্ বেড়ে জেতের কথা,
লোকে গৌরব করে যথা তথা।
লালন সে জেতের ফাতা
ঘুচিয়াছে সাধ বাজারে।।"
১২। লালনের ভাস্কর্য.....
"জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সব দেখি তা না না না।
যখন তুমি ভবে এলে
তখন তুমি কী জাত ছিলে
যাবার বেলায় কী জাত নিলে
এ-কথাটি বলো না।
ব্রাহ্মণ-চণ্ডাল চামার-মুচি
একই জলে সব হয় শুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এই ভ্রমও তো গেল না।"
১৩। লালন মঞ্চ.....
"আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই।
নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়।।
মোকামের মধ্যে মোকাম
শূন্য শিখর বলি যার নাম
বাতির লুন্ঠন সেথায় সুদন
ত্রিভুবনে কিরণ দেয়।।
দিবানিশি আট প্রহরে
এক রূপে চার রূপ ধরে
বর্ত থাকতে দেখলি নারে
ঘুরি মলি বেদের বিধায়।।
যে জানে সে বাতির খবর
ছুটেছে তার নয়নের ঘোর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
দৃষ্ট হয় না মনের দ্বিধায়।।"
উইকিপিডিয়ায় - লালন
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রাবন জল।
ভালো থাকুন.....।
২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার ছবি ব্লগ+ লালন সংগীত
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
রাতুল_শাহ বলেছেন: দারুণ পোষ্ট ভাই।
+++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
টিনের বাড়ী বলেছেন: মাজার শব্দে তো সবার চুল্কানী । এখানে বেখাপ্পা না !!!
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১
ফারজুল আরেফিন বলেছেন: মাজার বলে মনে হলো, তাই মাজার লিখলাম!
কেউ মাজার শব্দের বিস্তারিত তথ্য দিলে সংশোধন করা যেতে পারে!
অনেক ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কোন কথা নেই শুধু প্রিয়তে যাবে সরাসরি
++++++++++++++++++++++++++++++++++++++++++
অনেক গুলো প্লাস দেয়া গেলে দারুন হত
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
ফারজুল আরেফিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
প্লাস একটা দিলেই হবে।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২
বহুরুপি জীবন বলেছেন: ভাল লাগলো । +
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫২
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।
শুভ কামনা।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
কাফের বলেছেন: "এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
ফারজুল আরেফিন বলেছেন: ভেদাভেদ থাকবে না, তবে আস্তিক থাকবে।
অনেক ধন্যবাদ।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার পোষ্টে ++++++++++++++++
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
জেনো বলেছেন: দারুন। প্লাস।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভকামনা.....।
১১| ২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩
শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট ছবি গান খুব ভাল লাগলো
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আবুশিথি।
শুভকামনা.....।
১২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
তৌিহদ মাহমুদ বলেছেন: দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।।
দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর ঢুকেছে
ছয় জনাতে সিঁদ কাটিছে,
চুরি করে একজনা।।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পড়লাম।
দারুন একটা পোষ্ট পড়লাম। খুব ভালো লাগলো। ছবি আর গান নিয়ে অন্য রকম একটা ব্যাপার। +
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কিন্তু সামুর সম্পাদকের বিবেচনায় পোস্টটি নির্বাচিত পাতায় প্রকাশ হওয়ার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে। দূর্বলতা আমার পোস্টের নাকি সামুর বালছাল মডুর মডারেশনের তা ঠিক বুঝতে পারছিনা। সমসাময়িক এর চেয়ে অনেক দূর্বল পোস্ট নির্বাচিত পাতায় প্রকাশিত হয়েছে।
ভালো থাকবেন ভাই।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
রহস্যময়ী কন্যা বলেছেন: দারুন পোস্ট একটা....
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
ঘুড্ডির পাইলট বলেছেন: লালন মঞ্চটা কোন দিকে ?
পিছনে পুকুরও আছে !
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
ফারজুল আরেফিন বলেছেন: মূল ফটকের উল্টো দিকে, মাঝখানে আছে ঐ দোকানগুলো। একটা বড়সড় মাঠ আছে, ওখানে মঞ্চ ও মূরাল অবস্থিত। পেছনে জলাশয় আছে।
ধন্যবাদ আপনাকে।
১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩
নস্টালজিক বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট, ফারজুল!
লালন সাইঁজীর গান অসামান্য!
শুভেচ্ছা নিরন্তর!
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার লেখাও কিন্তু অসামান্য!
ভালো থাকবেন ভাইয়া.....।
১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: আমার বাড়ি থেকে ২ মিনিট দূরে .......
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
ফারজুল আরেফিন বলেছেন: তাই নাকি!
চলে আসেন ঝিনাইদহ।
ধন্যবাদ আপনাকে।
১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
সালেহিন০০৭ বলেছেন: +
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
আশিক মাসুম বলেছেন: ভালো লাগলো সময় করে যাব একবার।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো....।
২০| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এসএমফারুক৮৮ বলেছেন: লালনের প্রতিটি গান ভাল লাগে।
+++++++++
ভাল থাকুন ফারজুল ভাই।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
ফারজুল আরেফিন বলেছেন: আমার প্রতিটি গান ভালোলাগে না, তবে অনেকগুলো ভালোলাগে।
অনেক ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকুন....।
২১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
সৈকত ইকবাল বলেছেন: দারুণ পোস্ট। খুব ভাল লাগলো। প্রিয়তে।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
সায়েদা সোহেলী বলেছেন: পোস্ত এ+
লালনের প্রায় গান অনেক ভালো লাগে । এমন করে জীবন নিয়ে খুব কম জনেই বলেছেন ।গেয়েছেন , সব যেন আমি তুমিতেই ঘুরপাক হয় ।
এ জায়গাতে গিয়েছিলাম বেরাতে প্রায় ১৫/১৬ বছর আগে হবে । তখ ন অবশ্য এতো কিছু ছিলো না , তবে ভালো না লাগার কারনটা ভিন্ন
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আগের মতো গন্জিকা সেবন এখন আর নেই ওখানে, অনেকটা পরিচ্ছন্ন পরিবেশ। আশাকরি ভালো লাগবে এখন।
শুভকামনা।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++ গান গুলা সব শুনি নাই , , ( ভ্রমন ব্লগ লেখার নতুন ধারনা পেলাম )
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ।
আমার পথ অনুসরণ করলে ফ্লপ ব্লগার হয়ে যাবা, সেলিব্রেটি ব্লগার হতে চাইলে অন্যপথে হাঁটো।
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
জুন বলেছেন: অন্যরকম পোষ্ট আরেফীন ভালোলাগলো। আমি গিয়েছিলাম দেখতে । লালনের গান আমার খুব প্রিয়, বিশেষ করে ঐ গানটা আমার খুব ভালোলাগে কিরণ চন্দ্রের গলায়।
মনে বাবলা পাতার কষ লেগেছে
উঠবে কি আর সাবানে
প্রভু আমার মনের ময়লা
যাবে কেমনে.।
অসাধারন মর্মস্পর্শী কথা...
পোষ্টে প্লাস ....
তবে লালনের আখড়ায় গিয়ে দেখেছিলাম অনেকে বসে বসে গাঁজা খাচ্ছে যা আমার ভালোলাগে নি ফারজুল
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
আমি সেদিন দেখিনি কাউকে গাঁজা খেতে, তবে বিড়ি খেতে দেখেছি।
শুনলাম আগের থেকে এখন গাঁজার আসর কমে গেছে।
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
সোহাগ সকাল বলেছেন: সঙ্কলনমূলক পোষ্ট দেয়া কি বাদ দিয়েছেন?
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
ফারজুল আরেফিন বলেছেন: আমি সংকলন জাতীয় পোস্ট দিলে অনেকের চুলকানি শুরু হয়ে যায় তো, তাই সংকলনমূলক পোস্ট দেয়া বাদ দিয়ে দিয়েছি।
২৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
সোহাগ সকাল বলেছেন: অন্যের চুলকানীর চিন্তা না করাই ভালো। পিচাশদের সারা বছরই চুলকানী থাকে।
এখন সামুতে সংকলনকারীদের বড়ই অভাব।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
ফারজুল আরেফিন বলেছেন: সামুতে এখন ব্লগারের অভাব দেখিনা, সব রকম ব্লগারই আছেন।
আসলে সামুতে কখনো প্রত্যাশিত ছিলাম না, এখনো না। মনে হয় আপনিই প্রথম যে আমার সংকলনমূলক পোস্ট চাইলেন, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
সঠিক মূল্যায়ন না থাকলে কষ্ট করে পোস্ট দেয়ার কোন মানে থাকেনা।
২৭| ০৭ ই মে, ২০১৩ সকাল ৯:২০
মিথী_মারজান বলেছেন: কেমন আছেন বন্ধু আমার?
ভাললাগা + প্রিয়তে....
১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি বন্ধু আমার।
অনেক দিন পর দেখা পেয়ে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা সবসময়......।
২৮| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
ঋনাত্মক তড়িৎদ্বার বলেছেন: +
৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১
শ্রাবণ জল বলেছেন: ছবি- সাথে গান... চমৎকার পোস্ট।
ভাল লাগল ভাইয়া।