নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখি

Footprint of a village boy!

ফারজুল আরেফিন

আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।

ফারজুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ প্রকৃতির পায়ে পায়ে

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩





চলতি পথে ছবি তোলতে ভালো লাগে, চলতি পথে বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো একসাথে.......



১। লাল লাল লালচে





২। গোলাপী ম্যাডাম





৩। সন্ধ্যা বাতি





৪। সাদা বিষ





৫। কুমড়োর ডগা





৬। মৌচাক





৭। শস্য কর্তন





৮। কাঠবিড়ালী কাঠবিড়ালী





৯। বৃষ্টিতে মাছরাঙ্গা





১০। ডুবিডুবি





১১। বাওড়





১২। জলজ





১৩। পারাপার





১৪। পাহাড়ের ভাজ





১৫। পাহাড়ী জমিন





১৬। সবুজ পোকা





১৭। আকর্ষন





১৮। বিকেল







মন্তব্য ৫৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ফারজুল ভাইয়া।
৪,৮,৯,১৫,১৮ !!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাইয়া। :)

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমিনুর রহমান বলেছেন:




দুর্দান্ত সব ছবি +++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর ভাই।

শুভকামনা। :)

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: সবগুলো ছবি দুর্দান্ত!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

শুঁটকি মাছ বলেছেন: প্রচন্ড সুন্দর একটা পোস্ট!!!!!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই। :)

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

না পারভীন বলেছেন: অনেক সুন্দর পোস্ট । প্রচুর প্রচুর ভাললাগা । যেন মাটির কাছাকাছি চলে গেলাম । :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ডাক্তার আপা। :)

ভালো থাকুন সবসময়। :)

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: দুর্দান্ত ছবি সবগুলো +++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

ফারজুল আরেফিন বলেছেন: আপনার বাবুটা তো ভীষন মিষ্টি!

অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার ছবিব্লগ ভাইয়া। মুগ্ধ হলাম। কাঠবিড়া৯র ছবি দেখে অবাক হলাম। এই প্রাণিটা আমার দেখার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। মজার কথা কি জানেন?? কাঠবিড়া৯ প্রথম সরাসরি দেখি ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে :( :( :( :(

পোস্ট প্রিয়তে :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

ফারজুল আরেফিন বলেছেন: হে ভাইয়া কি খবর!
ওখানে ৬টা কাঠবিড়ালী একসাথে ছিলো। আমি প্রথম দেখেছিলাম খুব ছোটবেলায় দাদা বাড়িতে। :)

অসংখ্য ধন্যবাদ। :)

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

নাসরীন খান বলেছেন: অনেক সুন্দর।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

জনাব মাহাবুব বলেছেন: দুর্দান্ত ছবি +++++++++++++++

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

বেঈমান আমি. বলেছেন: ছবি তুইল্যা বেড়াও নাকি সারাদিন? ;)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

ফারজুল আরেফিন বলেছেন: আশা ও দোয়া করতেছি কিছুদিন পর আপনিও সারাদিন সারাবেলা ছবি তোলে বেড়াবেন। :P ;) B-)

বেশির ভাগ ছবিই বিভিন্ন সাইটের আশেপাশে তোলা।

অনেক ধন্যবাদ ব্রো। :)

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

মামুন রশিদ বলেছেন: অনেকদিন পর আসলেন । ছবিগুলো চমৎকার ।

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

ফারজুল আরেফিন বলেছেন: আরে মামুন ভাই যে! :)

দেড় মাস ট্রেনিং এ ছিলাম, আর ব্যক্তিগত কিছু ঝামেলায় সময় পাইনি পোস্ট দেয়ার।

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। :)

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: এই তো ভাইয়া ভালো আছি। আপনি ভাল আছেন তো??


এভাবে মাঝে মাঝে আসবেন প্লিজ। আপনাদের ব্লগে দেখলেই একটা ভালোলাগা কাজ করে :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

ফারজুল আরেফিন বলেছেন: আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ্।

ব্লগে মাঝে মধ্যেই আসি, কিন্তু বেশির ভাগ সময়ই সার্ভার ডাউন থাকে। এতোদিন হয়ে গেলো অথচ কিছু সমস্যা এখনো ঠিক করতে পারলো না কর্তৃপক্ষ!

আপনাদের অনেক মিস করি, তাই ফিরে ফিরে আসি বারবার।

ভালো থাকুন, শুভকামনা। :)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: দারুন........!!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। :)

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
চমৎকার !

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

রমিত বলেছেন: দারুন! চমৎকার!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। :)

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

রাতুল_শাহ বলেছেন: গোলাপী ম্যাডাম ফুলটা বেশি...........

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

ফারজুল আরেফিন বলেছেন: এজন্যেই তো দিলাম B-)

ধন্যবাদ ভাই। :)

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম! চমৎকার সব ছবি!

তবে ফুলগুলোর আসল নাম জানতে পারলে আরো বেশি ভালো লাগত।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ফারজুল আরেফিন বলেছেন: হুমমম, অনেক দিন হয়ে গেছে পোস্ট দেয়া হয়না।

এই ফুলগুলো মনে হয় সবারই চেনা, তাই নাম দিইনি। শিম ফুল, সন্ধ্যা ফুল ও কৃষ্ণচূড়া ফুল।

অনেক ধন্যবাদ ভাই। :)

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

লাবনী আক্তার বলেছেন: মাশআল্লাহ খুব সুন্দর ছবিগুলো!

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :) :)

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

জেমস বন্ড বলেছেন: চমৎকার ছবি তুলেছেন ফারজুল ভাই :) । সাদা বিষ দেখে খাইতে মুঞ্চায় :P

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

বেশি করে খান, আমারেও একটু দিয়েন। ;)

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবি। ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ, শুভকামনা। :)

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

জুন বলেছেন: সীম ফুল অসাধারণ, এছাড়া সবছবি চমৎকার আরেফীন।
আমার সব সময় মনে হয় যে কোন ফুল পাতা তা সেটা মালির যত্নে ফোটা ফুলই হোক আর পথের পাশে অযত্নে অবহেলায়ই ফুটুক, সেটা দেখে কি কখনো মনে হয়েছে বিশ্রী ! কি অসাধারন বৈচিত্রময় একটা অন্যের চেয়ে রঙ রুপ গন্ধে ব্যতিক্রম।
+

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। :) :)

আসলেই কোন কিছুই অসুন্দর নয়, সব কিছুরই আলাদা আলাদা সৌন্দর্য আছে।

ভালো থাকবেন আপু। :)

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

সাজিদ ঢাকা বলেছেন: ভাই আরেকটা ফুলের ছবি কিন্তু দেন নাই , , :P :P :P

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

ফারজুল আরেফিন বলেছেন: সব ফুলের ছবি দিতে নেই, বিশেষ করে কাঁটাযুক্ত ফুলের। :P ;)

অনেক ধন্যবাদ সাজিদ। :)

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

অন্তরন্তর বলেছেন:
খুব সুন্দর ফটোব্লগ। অনেকক্ষণ ছবি গুলোর দিকে চেয়ে
রইলাম। মনটা ভাল হয়ে গেল।
কর্মজীবন আশা করি ভালই যাচ্ছে । ভাল থাক সর্বদা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :) :)

কর্মজীবন ভালো খারাপ মিলিয়েই যাচ্ছে। একক জীবন থেকে কর্মজীবনকে আলাদা করে দেখার সুযোগ মেলে না।

আপনি ভালো আছেন আশাকরি, অনেক দিন পর আপনার আওয়াজ শুনে সত্যিই খুব ভালো লাগলো।

দোয়া করবেন ভাইয়া, শুভকামনা।
দেশে আসার কথা ছিলো আপনার.........!

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

হেডস্যার বলেছেন:
দারুন হইছে +

ভালো আছেন? :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার :)

ভালো আছি, ব্লগে আছেন দেখে ভালো লাগলো।
ভালো থাকুন, শুভকামনা সবসময়......।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

শাপলা নেফারতিথী বলেছেন: ছবিগুলো সুন্দর হইছে.
আমারও একটা ডুবিডুবি ছবি আছে..!!
সন্ধা বাতি না এইটা সন্ধা মালতী.

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

ছবি দেখালে খুশি হবো।

নামে কিবা আসে যায়, শাপলা কিংবা পদ্ম...!!

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: এই পোস্টটি অনেক আগেই দেখেছি কিন্তু হটাৎ ব্যাস্ততায় মন্তব্য করা হয়নি।

খুব ভাল লাগল, চমৎকার সব ছবি !

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই।

শুভকামনা সবসময়....।

২৭| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

নীল ভোমরা বলেছেন: সুন্দরম!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৯

ফারজুল আরেফিন বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

২৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:২৯

বিপ্লব06 বলেছেন: সুন্দর!!

০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৩

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

দূরে থাকা মেঘ বলেছেন: আমার আসলে আসা হয়না। নাহলে ঠিক আগেভাগেই দেখে ফেলতাম। কুমড়োর কচি ডগা খানা আমার এতই ভালো লাগছে,মনে হচ্ছে আমার শৈশবে ফিরে যাই। মৌচাকের মৌমাছিগুলো যখন পাখা নাড়ায়,আর সেটা ঢেউ এর মতোন মনে হয়, আমি আজও মনে করতে পারি। আর শিমের ফুল টার কথা নাহয় নাই বললাম।

আপনাকে অনেক ধন্যবাদ এই ছোট অথচ তীব্র অনুভুতিটুকু ফিরিয়ে দেওয়ার জন্য। আমার ছোটোবেলাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.