নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখি

Footprint of a village boy!

ফারজুল আরেফিন

আমার ভার্চুয়াল ঘর, যেমন ইচ্ছে তেমন সাঁজাই। অতিথিকে স্বাগতম।

ফারজুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

জীবনের সুখ ও দুঃখ নিনাদ।

০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২





সময় চলে গেছে, সময় চলে যায়। স্থির হয়ে বসে থেকেও লাভ নেই কোন, ধীর পায়ে চলে গেছে পায়ের ছাপ ফেলে অস্পৃশ্য সময়। ধূলিকণা জমে জমে গাঢ় থেকে গাঢ় হয় পদচিহ্ন। হঠাৎ করে ঘুরে ফিরে চলে যাই সেখানে, যেখান থেকে শুরু দুর্বল পায়ে অসমতল পথ চলা। ফিরে আসার পথ ধরে জীবনের বাঁকে বাঁকে ধ্বনিত হয় সুখ ও দুঃখ নিনাদ।



শিশিরে স্নান, ব্যদনায় ম্লান.......





ফুলেল মধু, শুভ্রতায় বধূ......





নীলে নীলে নীল, দুঃখ মিছিল......





বিপরীত মুখ, একই বৃন্তে সুখ......





আজ ও আগামী, দুইয়ে মিলে অগ্রগামী......







ব্লগে বসে থেকে থেকে ৩ বছর কেটে গেলো, ব্লগ পাড়ায় কতো কিছু ঘটে গেলো। এখন ব্লগ পাড়ায় আড্ডা, মারামারি-কাটাকাটি, উৎসব ও প্রেম আর আগের মতো জমে না। রোজ অফিস থেকে ব্লগ পাড়ার রাস্তা ধরে বাড়ি ফিরি; রঙ চঙ্গা জামা আর চোখে রোদ চশমা আঁটা পাড়ায় নতুন আসা যুবক যুবতীদের দেখতে নেহাৎ মন্দ লাগে না। তবুও পাড়ার চায়ের দোকানের রাত জাগা সেসব পুরনো মুখদের ফিরতি পথে খুব মিস করি!



কত শত ভুল তুলে নিও ফুল, রেখো যতনে........





সন্ধ্যা নামলে বুঝি রাত শেষ হতে ঢের বাকি, নিঃশব্দে ধীর পায়ে মেঠো পথ ধরে এগিয়ে চলার নামই হয়তো জীবন.......











মন্তব্য ৭৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

রোজেল০০৭ বলেছেন: শুভ কামনা রইল...................!!

২১ শে মে, ২০১৪ রাত ৩:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল।

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মুর্দা ফকির বলেছেন: আপনাদের অনেক মিস করি,
ভাল থাকবেন :) :)

২১ শে মে, ২০১৪ রাত ৩:৪৮

ফারজুল আরেফিন বলেছেন: আমিও!!

অশেষ ধন্যবাদ, শুভকামনা।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিগুলা বড়ই সৌন্দর্য

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫০

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন! আপনি আমার পছন্দের একজন ব্লগার।
ছবি গুলো সুন্দর হয়েছে। ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৩

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ।
ভালো মানুষ অবয়ব দেখেই চেনা যায়। ভালো থাকুন সবসময়।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর এক একটা ছবি , এই ছবিগুলো দিয়েই আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা !

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৫

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ অভি, শুভকামনা।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬

এসএমফারুক৮৮ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা !

ব্যাস্ততার জন্য ব্লগে সময় দিতে পারি না।

ভাল থাকুন সর্বক্ষণ ।

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৮

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ফারুক ভাই।

সামনের ঈদে সময় করে শেরপুর শহরে আসবেন কষ্ট করে, দেখা করবো আপনার সাথে। ভালো থাকুন আপনিও।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ছবি গুলো চমৎকার হয়েছে।

২১ শে মে, ২০১৪ রাত ৩:৫৯

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

যুবায়ের বলেছেন: চমৎকার লেখা...
প্লাসায়িত করলাম।

অনেক অনেক শুভেচ্ছা.....আগামীতে আরো নতুন নতুন পোষ্ট চাই।

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০১

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।

আশাকরি ফিরছি শীঘ্রই!

ভালো থাকুন.....।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


বর্ষপূর্তির শুভেচ্ছা!!!!

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০১

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:





আমার ছেলেবেলা ওরা কেড়ে নিয়ে গ্যাছে।

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০২

ফারজুল আরেফিন বলেছেন: পাবেন না আর ফিরে...!

অনেক ধন্যবাদ।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিগুলো সুন্দর। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০৩

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ অশেষ ভাই।

শুভকামনা সবসময়.....।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

অন্তরন্তর বলেছেন:

সুন্দর ছবিগুলো।
বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা ফারজুল। অনেকদিন পর
দেখে ভাল লাগল। যদিও আমার কম আসা হয় ব্লগে।
শুভ কামনা।

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০৬

ফারজুল আরেফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ব্লগেও আসেন না, দেশেও আসেন না!
বুড়ো হয়ে যাচ্ছি, চকোলেট খাওয়ায় বয়স তো শেষ হয়ে যাচ্ছে - তাড়াতাড়ি আসেন।

ভালো থাকুন সবসময়.....।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অন্তমিল গুলো পড়তে দারুণ লাগছিলো।
অভিনন্দনপার্ক!

২১ শে মে, ২০১৪ ভোর ৪:০৭

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

রুদ্রাক্ষী বলেছেন: ফারজুল,কেমন আছেন? আমারও দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল। আপনার সাথে দেখা করতেই হবে ।ঢাকা আসলে জানাবেন তো প্লীজ।

২১ শে মে, ২০১৪ ভোর ৪:১৮

ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি ভাইয়া। তবে বদলে যাওয়া জীবনটাকে মাঝে মধ্যে অদ্ভূতুরে লাগে!

দেখা তো আমিও করতে চাই। আপনার সাথে যোগাযোগের আর কোন মাধ্যম তো নেই! মেইল দিয়েন একটা - [email protected]

ঢাকায় আসি অল্প সময়ের জন্য। স্মৃতির শহরে খুব বেশি সময় থাকা ঠিক নয়...!

কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকুন।

১৫| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফারজুল ভাই,

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। খুঁজে নিশ্চিত হতে পারি নি। আপনার জন্য একটা মেসেজ আছে এখানে।

শুভেচ্ছা।

২৫ শে মে, ২০১৪ রাত ৩:৪৩

ফারজুল আরেফিন বলেছেন: আমন্ত্রণ পাঠালাম। :)
ভুল মানুষকে মেসেজ দিয়েছেন ভাইয়া। আমি তো কবি নই!

অনেক ধন্যবাদ।
শুভকামনা সবসময়.....।

১৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:২৫

পংবাড়ী বলেছেন: সুন্দর

২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: এখন ব্লগ পাড়ায় আড্ডা, মারামারি-কাটাকাটি, উৎসব ও প্রেম আর আগের মতো জমে না। আসলে সত্যি,যুক্তি-তর্ক না হলে কেমন যেন নিরামিষ মনে হয়। ওটা হলেই বরং সত্যিটা বেড়িয়ে আসে-তাই না??

২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

ফারজুল আরেফিন বলেছেন: হয়তোবা!!
অনেক সময় বিতর্ক প্রতিযোগীতাও বিরক্ত লাগে বেঠিক যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য।

বন্ধুদের মাঝেও ঝগড়া হয়, তবে তা মধুর ঝগড়া!

ধন্যবাদ আপনাকে।

১৮| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে অভিনন্দন ...
শুভকামনা থাকছে ...
আর পোস্টটার উপস্থাপনাও চমৎকার ...
যদিও প্রথমটায় শিরোনাম আর প্রথম ছবিটা দেখে একটু অন্যরকম মনে হয়েছিলো ...

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৯| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লেগেছে ।

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ক্যামন আছো, আরেফিন ?

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি ভাইয়া।
ভালো থাকুন, শুভকামনা ও কৃতজ্ঞতা।

২১| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫

যম দুত বলেছেন: B-)) B-)) B-)) B-))


কৃতজ্ঞতা স্বীকার কই?


B-)) B-)) B-)) B-))

২২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার ছবি আর কথাগুলোর অদ্ভূত সমন্বয়। ভালো লাগলো।

ব্লগে আপনাদের খুব মিস করি ভাইয়া। ফিরে আসতে বলব কোন মুখে?? আমিও অনিয়মিত হবার পথে..............

ভাল থাকুন। তিন বছর পূর্তির অভিনন্দন রইল।

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

ফারজুল আরেফিন বলেছেন: ব্যক্তিগত আক্রমণ না হলে ব্লগ শান্তির জায়গা।
অন্য নিকে ফিরবো আশাকরি।

আপনিও ভালো থাকুন, শুভকামনা ও কৃতজ্ঞতা।

২৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৭

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ ভাই...

২৪| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬

অজন্তা তাজরীন বলেছেন: nice photography!!after long time . kemon achen arefin?

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

ফারজুল আরেফিন বলেছেন: থ্যাংকস!!! :)

হুমমম.... অনেক দিন পর দেখা হলো। কেমন আছি ঠিক জানিনা, মফস্বলের জীবন দীর্ঘ সময়ের জন্য ভালো লাগেনা।

আপনি কেমন আছেন???
নিয়মিত হোন, ভাল থাকুন.........

২৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছবি ব্লগ মানেই অসাধারণ, অতএব এটাও।




সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ... পোষ্টে আপনার মন্তব্য আশা করছি আর ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৭

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

সামুকে এমন প্রাণহীন দেখতে চাই না, যৌবন ফিরে পাক এটাই প্রত্যাশা।

আপত্তি আছে, সরিয়ে নিলে খুশি হবো। আপনার লিস্টের অনেক নামই ছদ্মনাম, যাচাই-বাছাই করে নিলে ভালো হতো!!

২৬| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

কাউন্সেলর বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইল ফারজুল ।
যদিও অনেক দেরী হয়ে গেছে শুভেচ্ছা জানাতে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
দেরী বলে কিছু নেই! যখন যা করা হয় সেটাই হলো সঠিক সময়!
আইডিটা চালু আছে দেখে ভালো লাগলো।

ভাল থাকুন, শুভকামনা সবসময়।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার নামটা সরিয়ে দিয়েছি।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩

খেলাঘর বলেছেন:

দেখলাম

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: বেঁচে আছি জানান দেয়ার জন্য পোস্ট, না দিলেই নয়!
দেখার জন্য অনেক ধন্যবাদ।

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১২

নিমচাঁদ বলেছেন: ফারজুল তোমাকে মিস করি

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪০

ফারজুল আরেফিন বলেছেন: আমিও আপনাদের অনেক মিস করি ভাইয়া।

পুরনো জীবনে ফিরতে ইচ্ছে করে, কিন্তু স্রোতের টান এতো বেশী যে ভেসে চলে যাই!

৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

অন্তরন্তর বলেছেন:
ফারজুল কেমন আছ? আসলে শরীর খারাপ, অপারেশন, এখনো
সপ্তাহে ২/৩ দিন হসপিটালে যেতে হয়। আশার কথা হল আমি এখন
৭০% সুস্থ। ইনশাল্লাহ দেশে আসব এবং আসার আগে তোমায় জানাব।
নিরন্তর ভাল থাকা হউক।

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি ভাইয়া।

খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আল্লাহ আপনাকে পুরোপুরি সুস্থ করে দিক।

আসার আগে জানাবেন অবশ্যই।

শুভকামনা অনেক অনেক।

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

খেলাঘর বলেছেন:


আপনি গ্রীক বলতে পারেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১

ফারজুল আরেফিন বলেছেন: না।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কেমন আছেন ফারজুল? বিয়ে করেছেন কবে? কোথায় যেন বর কনের একটা ছবি দেখলাম আপনাদের, খুব সুন্দর লাগছিলো আপনাদের দুজনকে।


আপনাদের জন্য শুভ কামনা সব সময় :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

ফারজুল আরেফিন বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন?
অক্টোবর/১৩ তে হয়েছিলো, ডিসেম্বর/১৪ তে অনুষ্ঠান হয়েছে।

অনেক ধন্যবাদ আপনাকে.....।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

অন্তরন্তর বলেছেন:
কেমন আছ তুমি? আমি এখন অনেকটা ভাল। ব্লগে আসলেই এখন কম আসি।
শুভ কামনা।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৪

ফারজুল আরেফিন বলেছেন: ভাইয়া, কোথায় আছেন কেমন আছেন বিস্তারিত জানাবেন। পারলে ফেসবুক লিঙ্ক দিয়েন। ৫ বছর পর ব্লগে লিখছি!

৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮

বাংলার ফেসবুক বলেছেন: অভিনন্দন

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৮

ফারজুল আরেফিন বলেছেন: ধন্যবাদ।।

৩৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৯

ফারজুল আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা।

৩৬| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:১৩

মিথী_মারজান বলেছেন: লগ ইন মোবারক!
শুভেচ্ছা আর নিয়মিত হবেন সেই অনুরোধ।
:) :-B !:#P

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৬

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।। :)

৩৭| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০১

অন্তরন্তর বলেছেন: ফারজুল ভাই দেখলাম ঘুরে গেলেন। অনেক দিন পর। তা কেমন আছেন? ভাল থাকুন। শুভ কামনা।

১৬ ই মে, ২০২২ রাত ৩:০৬

ফারজুল আরেফিন বলেছেন: ভাইয়া, দুঃখিত।

৩৮| ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১১:৫২

এইচ এন নার্গিস বলেছেন: মধুচুসষি ফুল বলতাম সেই সাদা ফুলটাকে। ছোট বেলায় ফুল তুলে চুষে মধু খেতাম । বোনে বাদাড়ে ফুটে থাকতো অগাছা হিসেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.