![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলিক বিজ্ঞান এবং প্রযুক্তির প্রায়োগিক সমন্বয় এমন একটি পর্যায়ে আসুক, যেখানে প্রতিটি রোগের সীমিত ব্যয়ে চিকিৎসা নিশ্চিত হবে। উৎপাদন হবে মৌলিক চাহিদার। স্বনির্ভর সাংস্কৃতিক, বাণিজ্যিক, সামরিক অজেয় বাংলাদেশের স্বপ্ন দেখি, রাজনৈতিক গোলামী মুক্ত চরিত্রবান মেধাবী যুবসমাজ চাই। মানবতার সেবায় নিজেকে যেন উৎসর্গ করতে পারি।
ভয় নাই, আমি গোয়েন্দা বা বিরুদ্ধের কেউ না। বরং আমি হেফাজতে ইসলামের সফলতা কামনা করি।
সম্প্রতি হেফাজতে ইসলাম কে হেয় করে শয়তানের হাজারো প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের অনেক ভাই, বন্ধু অনেক প্রশ্ন করতেছেন। সমস্যা হচ্ছে সেই প্রশ্নের উত্তর যাদের দেবার কথা সেই হুজুর রা ব্লগ , ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত না। তারা এই ফুল নাস্তিক, হাফ নাস্তিক, বানর বংশুদ্ভুত (যারা মনে করে বিবর্তনের ধারায় ) বা হনুমান বংসুদ্ভুত কুলাংগার দের কুকর্মের সাথে খুব বেশি পরিচিত না। আর তারা সারা জীবন আরবি, উর্দু, ফার্সি পড়ে এসেছেন ; অপর দিকে তাদের প্রতিপক্ষ জন্ম থেকে বিতর্ক প্রতিযোগিতা, দর্শন, গণিত, পোগ্রামিং এর নানা রকম লজিক, যুক্তি ইত্যাদির চর্চা করে আসছে। তাই তাদের কাউনটার দিতে হুজুর দের অনেক কষ্ট হবে। হিমশিম খেতে হতে পারে।
সব চেয়ে বড় কথা হনুরা বাস্তবে জন সংখ্যায় কম হলেও এরা উচ্চ শিক্ষিত এবং ফেসবুক, ব্লগ অনলাইন, মিডিয়ায় অনেক অনেক বেশি একটিভ। তাই তাদের দু /একজনের জবাব দিতে না দিতে আর ও অনেকে চিল্লা চিল্লি করে বিব্রত করতে ব্যাস্ত। যারা একটু সচেতন তারা এই বিষয় টি খেয়াল করবেন। দেখুন ওদের শতাধিক জনে এই ভাবে ঠিক জানতে চাচ্ছে
১। হেফাজতে ইসলামের কাছে আমার একটি প্রশ্ন
২। আমার মাত্র ৫/৬/৭ ... এই কয়টি প্রশ্নের উত্তর দিক হেফাজতে ইসলামের
৩। হেফাজতে ইসলামের এর নিকট মাত্র এই জানতে চাই
ব্লা ব্লা
তাই আমি মনে করি হেফাজতে ইসলামের একটি অনলাইন, ব্লগ বা ফেসবুক এ " ঘ্যাচাং কইরা " দিতে একটা পদক্ষেপ নেয়া উচিত। এতে অনেক নিরীহ, ছাগু, রাজাকার, ছাগতিয়বাদি, প্রগতিশীল , হাম্বা এবং অনেক সাবেক হনু ও প্রশ্ন এবং উত্তর দিয়ে সাহায্য করবে। এতে একটি সমৃদ্ধ প্রকাশনা তৈরি হতে পারে।
যেহেতু অনলাইন এ অপরাধ করার বিরোধিতা থেকেই হেফাজতে ইসলামীর ব্যনারে মহাগনবিস্ফরন হয়েছে, গোটা বাংলাদেশি মুসলিম জাতি ঐক্য বদ্ধ হবার প্রয়াস পেয়েছে আমাদের প্রিয় মাতৃভূমির জন্ম থেকে এই প্রথম। তাই অনলাইনেই এই প্রযুক্তিতে পিছিয়ে পড়া হুজুর দের প্রতিনিধিত্ব থাকুক। ওদের কথায় বিভ্রান্ত হবার কোনই কারন নাই, তাদের সকল প্রশ্নের, কটূক্তির, দম্ভের সঠিক , উপযুক্ত জবাব কেউ না কেউ দিতে পারবে।
আমি সরাসরি হেফাজতে ইসলামীর সাথে জড়িত এমন কাউকে চিনিনা বা যোগাযোগের মিডিয়াও জানিনা। আপনাদের কারো জানা থাকলে আর আমার এই চাওয়া যৌক্তিক হলে যথাযত মাধ্যমে পৌছিয়ে দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
মাহমুদুর রাহমান বলেছেন: আমি হেফাজতে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি। তাই আমার ফ্রেন্ড লিস্টের অনেক হনু দের অনেক টিপ্পনীর , প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি।
আমি যেটা চাচ্ছি
১ ।। দেখা যাচ্ছে এক ই প্রস্ন অনেক পরে (এ গুলি আসলে অদের মৌলিক আগ্রহ থেকে আসেনি মনে হয়। একে অন্যের দেখে , হেফাজতে ইসলামের চৌদ্দ গোষ্ঠী উদ্ধারের ফালতু এক্তা চেষ্টা আর কি) একি প্রস্ন করছে। আমার মত অনেকেই অনেক অবস্থায় পার করছে। আমি মন গড়া রিপ্লাই দিচ্ছি, কারন সেই বিষয়ে হেফাজতের ভিন্ন দৃষ্টি ভঙ্গি থাকতে পারে, তাদের উত্তর পাওয়া।
২ একি প্রশ্নের উত্তর বার বার দিতে কষ্ট হচ্ছে। যদি বিরুদ্ধবাদিরা সত্যি জানতে চায়, তাহলে তাদের এক বার জবাব দিলে আর প্রস্ন করতে হবে না। আগের ডকুমেন্ট থেকেই উত্তর পেয়ে যাবে।
এমন ও ত হতে পারে হেফাজতে ইস্লামি ভুল পথে পা বাড়াতে পারে। এতে আমরা তাদের সঠিক পথে রাখতে পারবো। আশা করি পরিস্কার হয়েছে
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: http://www.somewhereinblog.net/blog/azizkorim
উনি বলতে পারবে ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
মাহমুদুর রাহমান বলেছেন: ধন্যবাদ ডাইবর সাব
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
মাসরুর চৌধুরী বলেছেন: আমার কাছেও পোষ্টটা খুব একটা পরিস্কার না। পরিস্কার করলে ভাল হয়। মনে হয় সাহায্য করতে পারবো। ............
" সমস্যা হচ্ছে সেই প্রশ্নের উত্তর যাদের দেবার কথা সেই হুজুর রা ব্লগ , ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত না। তারা এই ফুল নাস্তিক, হাফ নাস্তিক, বানর বংশুদ্ভুত (যারা মনে করে বিবর্তনের ধারায় ) বা হনুমান বংসুদ্ভুত কুলাংগার দের কুকর্মের সাথে খুব বেশি পরিচিত না। আর তারা সারা জীবন আরবি, উর্দু, ফার্সি পড়ে এসেছেন "
আমি ভাই একজন হুজুর। আমি ব্লগিং কিছুটা জানি, বুঝিও। আমার পরিচিত অনেকেই আছেন, যারা বিষয়টা বুঝেন, কিন্তু আন্দোলনে ব্যস্ত থাকার কারণে এখানে খুব একটা সময় দিতে পারছেননা। তাই ভাই, আপনার এ পর্যবেক্ষণ ঠিক নয়।
ভাল থাকবেন........
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১
ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
শাহাব আহমেদ মামুন বলেছেন: লিখাটির আগা মাথা কিছুই বুঝলামনা