নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্যাট পান্ডা

ফ্যাট পান্ডা › বিস্তারিত পোস্টঃ

সোনা ব্লগ হ্যাক হইছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

মাত্র ঢুকতে গিয়ে এটা দেখলাম। ডি এন এস রিডিরেক্ট করা।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: আমি সকাল থেকে ঢুকতে চাইলেও ঢুকতে পারছি না। আমারটায় শুধু The page isn't redirecting properly দেখাচ্ছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

ফ্যাট পান্ডা বলেছেন: ছাগু গুলার লেদানির জাইগা নাই। মগবাজারে ক্রন্দনরোল উঠেছে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

হেডস্যার বলেছেন: উচিত হইছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

ফ্যাট পান্ডা বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

বিডি আইডল বলেছেন: এইটা হ্যাক না...ইন্টারনাল কাজ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

ফ্যাট পান্ডা বলেছেন: ভাই, আরেক্তু বিস্তারিত বলুন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিডি আইডল বলেছেন: এইটা হ্যাক না...ইন্টারনাল কাজ

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

রিমন০০৭ বলেছেন: নিজেরাই হ্যাক করছে

বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্লগের নাম আসায় তারা ব্লককে কিছুদিনের জন্য অফ রেখেছে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: ইন্টারনাল কাজ হোক আর এক্সট্রারনাল কাজ হোক, ছাগু গুলার যে হাগতে কষ্ট হইতেছে এইট্টা তো শিওর ? আগে তো আরামে আরামে হাগতো। এখন পুটকীর ছেঁদায় শক্ত মতন কিছু পড়াতে খালি কষা হাগা বার হইবো, আর হাগতে গেলেই ব্যথা উঠবো। এইখানেই তো মজা :) আহেন অভিনব পদ্ধতিতে শিবির গো রে শাস্তি দেই, প্রথমে বিরিয়ানি, পোলাও, কোর্মা, রেজালা খাওয়াইয়া শিবিরের পুটকীতে সিমেন্ট ঢেলে সিল গালা করে দিবেন যাতে কোনপদিন হাগতে না পারে। তার পর আর আমার বলা লাগবো নাহ, বসে বসে ওই ব্যাটার ঘর্মাক্ত মুখের দিকে চেয়ে একটা পপকর্ন এর প্যাকেট হাতে নিয়ে বসে পড়বেন ;)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: amar desh potrika nijei ekta bishal chhagur khoar a porinoto hoise.

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

নাঈম বলেছেন: ফেসবুকের একজন বন্ধু থেকে প্রাপ্ত, তিনি একজন আইটি বিশেষজ্ঞ, তাই তার মন্তব্য গুরুত্বের দাবী রাখেঃ


জামায়াতের একটা চাল খেয়াল করুন, প্রথমত তারা এমন একজনকে হত্যা করলো যে একজন নাস্তিক, যাতে এতদিন যারা বলে এসেছে শাহবাগ আন্দোলন হলো নাস্তিকদের আন্দোলন তা প্রতিষ্ঠা পায়। অতঃপর যখন সবাই সোনা ব্লগের পোস্টগুলোর স্ক্রীণশট নিয়ে প্রমাণ রেখে দিলাম, তখন তারা আজ নিজেরাই নিজেদের ব্লগ হ্যাক করে রেখেছে, যাতে বলতে পারে তাদের ব্লগ হ্যাক হয়েছিলো।

আসুন এবার টেকনিক্যাল দিক থেকে তাদের ব্লগ হ্যাকের বিষয়টা দেখি, তাদের ব্লগ এর লিঙ্কে এ গেলে যা হয় তা হলো 'hack' এই ফোল্ডারটা বার বার এসে সাইটটি খুলেনা, কিন্তু আপনার ব্রাউজারের এড্রেস বারে আসতে থাকবে বার বার 'hack' ফ্লোডারে রিডাইরেক্ট হচ্ছে। এই কাজটি খুব সহজেই করা সম্ভব। তার জন্য প্রয়োজন খুব অল্প কয়েক লাইনের কোড দিয়ে একটি ফাইল ওয়েব রুটে রেখে দেয়া, যেই ফাইলটি একটি রিকার্সিভ (Recursive) কল করবে যা বার বার 'hack' এই ফোল্ডারকে কল করবে।

জামায়াতীরা এই ছোট চালাকিটাই করেছে এখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.