![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সপ্ন দেখতে ভালোবাসি , ভালোবাসি সপ্নকে সত্যি করতে , সময়কে রাঙাতে কিছু ভাল লাগা মুহূর্ত দিয়ে । অপার্থিব আনন্দ পাই উচ্ছল অকৃত্তিম হাসিমুখ দেখলে ।
জীবন বড়ই অদ্ভুত । আজ আমার পরিচিত এক আন্টি কে দেখতে গিয়েছিলাম তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ । কয়েক বছর আগের কথা এই তিনি ই কতটা প্রানোচ্ছল ছিলেন। প্রত্যেক টা মানুষই সময়ের কাছে বন্দি আরো ভালভাবে বললে বয়সের কাছে বন্দি । আমরা যদি একটু সময় নিয়ে চিন্তা করি তাহলে দেখবো মানুষের আসলে অহংকার করার মত কিছুই নেই সে পার্থিব যা অর্জন করে সব কিছুই নশ্বর তার মৃত্যুর সাথে সাথেই সব কিছু শেষ হয়ে যাবে । তার পর ও কিছু মানুষ আছে যারা আল্লাহর নেয়ামত পেয়ে অন্যকে তুচ্ছ এবং নিজেকে খুব বড় মনে করে । কিন্তু সে চিন্তা করে না যার জন্য এখন সে অহংকার করছে একদিন তার কোন কিছুই থাকবে না এমন কি সে নিজেও থাকবে না কিন্তু মানবকল্যানে করা তার প্রতিটা কাজ এবং মানুষের সাথে তার কৃত স্বহ্রদয় আচরন গুলো মানুষের মনে মৃত্যুর পরেও তাকে বাচিয়ে রাখবে ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
কল্পলোকের রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হৃদছায়া প্রথম মন্তব্যের জন্য
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
আহলান বলেছেন: হুম ... কেউই মনে রাখে না, সে এক সময় শূণ্য হাতে বিদায় নেবে .... ঠাট বাট দেখাতে পারলেই সে নিজেকে বড় মনে করে ....
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
কল্পলোকের রাজপুত্র বলেছেন: ঠিক বলেছেন আহলান ভাই । আল্লাহ এইসব মানুষদের হেদায়েত দান করুন ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
হৃদছায়া বলেছেন: হুমম।