![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সপ্ন দেখতে ভালোবাসি , ভালোবাসি সপ্নকে সত্যি করতে , সময়কে রাঙাতে কিছু ভাল লাগা মুহূর্ত দিয়ে । অপার্থিব আনন্দ পাই উচ্ছল অকৃত্তিম হাসিমুখ দেখলে ।
সকালে স্কুলে যাওয়ার সময় স্কুলব্যাগে স্যান্ডউইচ (প্রকাশ্যে) এবং এক প্যাকেট সিগারেট (গোপনে) ঢোকাতে ঢোকাতে রোনি প্রশ্ন করল মা-বাবাকে লক্ষ্য করে, ‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকা—এর মানে কী?’
‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকার মানে হচ্ছে,’ প্রাণবন্ত কণ্ঠে মা বললেন, ‘সকালবেলা নারী যখন কফি বানায়, আর সেই সময়ে পুরুষ সুখনিদ্রামগ্ন থাকে…’
‘বিবাহবন্ধনে আবদ্ধ থাকার মানে হচ্ছে,’ বাবা বলতে শুরু করলেন সোৎসাহে, ‘যখন নারী অরুচিকর কী একটা বস্তু বানিয়ে মনে করে, সে তুর্কি স্টাইলে কফি বানিয়েছে…’
‘যখন পুরুষ বাসায় নারীর সঙ্গে খ্যাঁচখ্যাঁচ করে, কারণ অফিসে তাকে কেউ পাত্তা দেয় না…’
‘রোনি, আমার কথা শোনো। যখন নতুন কেনা কোনো হ্যাট পরলে নারীকে হেলমেট পরা সৈনিকের মতো লাগে বলে সে পুরুষের সঙ্গে খ্যাঁচখ্যাঁচ করে…’
‘যখন নতুন হ্যান্ডব্যাগ কেনার অধিকার নারীর থাকে না…’
তাদের বচসা বিঘ্নিত হলো কলবেলের লম্বা শব্দে। দুয়ারে দাঁড়িয়ে ছিল রোনি।
‘তুমি কোথায় গিয়েছিলে?’ মা জিজ্ঞেস করলেন।
‘স্কুল থেকে ফিরলাম। পাঁচ-পাঁচটা ক্লাস ছিল। কোনোমতে পার করে এলাম। খিদে পেয়েছে। খাবার রেডি?’
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩১, ২০১১
©somewhere in net ltd.