নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল ব্লগ

সর্বদা আল্লাহু কে স্বরন করুন এবং আল্লাহ এর উপর বিশ্বাস রাখুন

ফয়ছাল আহমেদ

নাই

ফয়ছাল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

আমাকে তথ্য দিয়ে সাহায্য কুরুন , আমার বয়স ১৭ আর আমার বোন এর ১৫.২ আমার আর আমার বোন এর পাসপোর্ট করতে হবে আম্মু অসুস্থ উনি ইন্ডিয়া তে দেখতে যাইতে হবে এখন কি আমরা এই বয়স এ পাসপোর্ট করতে পারবো? আর পারলে পেশা এ কি দিবো? আমাকে এই তথ্য গুলা দিয়ে সাহায্য করুণ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

ব্লগার ভাই বলেছেন: হ্যা, পাসপোর্ট করতে পারবেন। পেশা দিবেন স্টুডেন্ট। আপনাদের ফরমের সাথে আপনার মা বাবার ছবি এবং ন্যাশনাল আইডির কপি লাগবে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

ফয়ছাল আহমেদ বলেছেন: thank you bloger vai

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

ফয়ছাল আহমেদ বলেছেন: student dile cartifict lagbe?

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ব্লগার ভাই বলেছেন: স্টুডেন্ট দিলে বর্তমানে কোথায় পড়শোনা করছেন, সেটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

শফিক আলম বলেছেন: পাসপোর্ট করতে গেলে সব ধরনের সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, যেমন স্কুল সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র, ইত্যাদি। আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে যেয়ে ফর্‌ম নিয়ে আসার সময় বিস্তারিত জেনে আসতে পারেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ফয়ছাল আহমেদ বলেছেন: ami collage e ar amar bon madrasha e amader to id card dey nai .now ki korbo pesha na dile hbe na? R mrp from a dekhlam 15year er niche hole abedon karir sathe farther n mother er photo lagbe

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

লোডশেডিং বলেছেন: ভালোই তো পরামর্শ দেন ব্লগার ভাই। ভালো করে না জানলে কাউকে পরমর্শ না দেয়াই ভালো। একজনের বয়স ১৭ আর আরেকজনরে বয়স সাড়ে পনের। এরা কিভাবে জাতীয় পরিচয় পত্র দিবো এদের তো জাতীয় পরিচয় পত্রই না। সুতরাং যাদের জাতীয় পরিচয় পত্র নাই তারা জন্ম নিবন্ধন সনদ দিবে। এটাই নিয়ম। পেশা হিসেবে দিবে স্টুডেন্ট যদি স্টুডেন্ট হয় । আর যদি লেখা পড়া না করে তবে পেশার ঘরে লিখবে ডিপেনডেন্ট। পাসপোট ফরমে নিয়মকানুন লেখা আছে। ভালো করে ফরমটা পড়ে পুরন করুন। আর আপনার এলাকা যেখানে সেখানে কোন স্থানে পাসপোট জমা দিবেন তার খোজ নিন আগাগাও পাসপোর্ট হেড অফিসে। http://www.dip.gov.bd/?q=node/34 এই লিংকে জেনে নিন। কোথায় আপনার এলাকা। সেজন্য কোথায় আবেদন পত্র জমা দিবেন।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

ব্লগার ভাই বলেছেন: @লোডশেডিং ১০০% সত্য কথা বলেছেন -ভালো করে না জানলে কাউকে পরামর্শ না দেয়াই ভালো। আরেকটা সত্য কথা হল - না বুঝে বা ঠিক ভাবে না পড়েই মন্তব্য না করা। আমি বলেছি আপনাদের ফরমের সাথে আপনার মা বাবার ছবি এবং ন্যাশনাল আইডির কপি লাগবে। আমিতো উনাদের ন্যাশনাল আইডির কথা বলি নাই।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

গেন্না বয় বলেছেন: @লোডশেডিং =p~ =p~ =p~ =p~

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

ফয়ছাল আহমেদ বলেছেন: thanks all vy

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.