![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বুকে আসে যারা
নেই কি তাদের কোন আশা?
আমি একা হলেম নাকি দিশেহারা
আমি একা হলেম নাকি িদশেহারা।।
**এই পথটাকে খুঁজে নিয়েছি
আলেয়াকে আমি ভালোবেসেছি
কত আল্পনা মনে এঁকেছি
আলোর নেশা বুকে রেখেছি।।
কতদূরে জানিনা তো
কোথায় হারালো
আমি তো দেখিনা
আলোর নিশানা
আমি তো দেখিনা।।
মন যেন গতিহীন অশ্রুত ধারা
আমি একা হলেম নাকি দিশেহারা।
**
দুটি আঁখি পাখি হযে়
কোথায় হারালো.....
______________________
এই চমৎকার গানটির শেষভাগের লিরিক্স ভুলে গেছি। কেউ জানেন? গানটি কি আছে কারো কাছে? থাকলে লিংক দিন প্লিজ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
চতুরভূজ বলেছেন: ৫
আমার কাছে লিংক নেই। গানটি সুন্দর।