![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূত্রটা জানা
আর অংকটাও সহজ
কিন্তু কিছুই হচ্ছেনা
কারন চাপে বন্ধ মগজ ।
তেপান্তরের দেশ পেরুনো
সুনীল সীমানায়
কবিতায় শিখা ইচ্ছেগুলো
বন্দী কবিতায়
স্বপ্ন দেখার সাধ হলেও
দোর পেরুনো দায়।
বইয়ের ভারে পিঠ বেঁকে যায়
পড়ার শেষ নাই
রেজাল্ট সেরা হতে হবেই
সবাই শুধুই চায়
চাওয়ার ফাঁকে ভাবেনা কেউ
ছোট্ট মনের ইচ্ছেঘুড়ি
কোথায় যে ওড়ে
কোন সে ঠিকানায় ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩
ফজল বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২
সায়েদুল ইসলাম এর বাংলা ব্লগ বলেছেন: সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।