![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না সে চেনে নি আমাকে
রকমারি সপ্নের আসর
সেদিনের সেই ভীড় সিড়িঘর
আঁকা আছে স্মৃতির এলব্যামে ।
মন নাড়া দিয়ে দুরুদুরু বুকে
প্রেম ডেকেছিলো ঢেউয়ের সাজে।
অনাবিল আনন্দ ছিলো
কাল্পনিক কথোপকথন।
কখনো অলস নির্জনতায়
মনে পড়ে সে একাকী আকুলতা
রোমাঞ্চকর সে ব্যর্থতা
মনে আজো পুলক জাগায়।
সুরেলা মধুর কল্পনায়
হঠাৎ মনে পড়ে সে ছবি
আর ভাবি এক হতাম যদি
কেমন হতো হায় এই সময়।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন ।
আজ পোষ্ট কম দিয়েছেন ।
কাল ৯ টা ছিল ।
পুরাতন ব্লগার নিয়মিত থাকুন ।
আপনার ১১ বছর হয়েছে বারো বছর ভুল দেখাচ্ছে কোন কারনে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
ফজল বলেছেন: হাহাহা । ভাবছি!!!১১ আর ১২ বছরের ব্যাপারটা আমিও বুঝতে পারছিনা। হতে পারে পুরোনো কিছু পোষ্ট মুছে দিয়েছিলাম অথবা সামুর ভুল হচ্ছে কোথাও।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার!