![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য যবে শুতে চায়
আকাশের রঙ পালটে যায়,
ঠিক তারপরে জেগে ওঠে
নিয়ন আলোয় সাদামাটা বুক,
খুঁজে বেড়ায় অসাধারণ সুখ।
তারপর অনাবিল সুখে বিভোর সে হৃদয়
স্বপ্নবিলাসী আর মনপিয়াসী
যুদ্ধজয়ের প্রবল বাসনা বয়।
কখনো কখনো মন পুড়িয়ে
পাহাড় নাচে ক্রোধে
বেসামাল মন সামলে নিতে
দেয় ডুব নীল সায়রে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭
ফজল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।