![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলোয়ারী চুড়িতে
মনটাকে বেঁধে
কি খেলাতে মেতেছো
রিনিঝিনি ছন্দে।
মহানিশাতে
নিবিড় আবহে
শশীর ছটা
ছুঁয়েছে কপোলে ।
দৃশ্যের চমকে
যাই অভিভূত হয়ে।
মৃদু ছন্দে
কাঁপাতে আমাকে
কাঁকন বাজিয়ে
আয়ত নয়নে
মধুর বানে ওগো
স্বপ্ন সাজালে ।
©somewhere in net ltd.