![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদুর হেঁটে ক্লান্ত যাযাবর
চায় বিশ্রাম আর অবসর
স্বপ্নেরা ছড়িয়ে রূপকথা
মনে দেয় প্রেরনা।
ভেবেছি কত যে হায়
চুপিসারে বেলা ছুটে যায়।
মন কাঁপিয়ে ভাবনারা
মেলে সুদূরে ডানা ।
যে গানের ছিন্ন সুর
মাতায় অলস দুপুর,
সে সুরকে চায় কথা
ভুলে যেতে সব ব্যথা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন ।