![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষ্টু কিছু কথা আর মিষ্টি একটা সুর
মুগ্ধতায় বাজছে এ গীটার সুমধুর
তারে তারে ঝংকার জমেছে
শব্দেরা একজোটে দুলছে।
ভাবনাগুলো কথাকে রেখেছে জড়িয়ে ।
তারগুলো সুরের মায়াজাদু দিয়েছে ছড়িয়ে।
আহা দুষ্টু কিছু কথা আর মিষ্টি একটা সুর
অনুভূতি যেমন দোলে কথার জাদুতে
মন প্রাণ ছুঁতে চায় কন্ঠের আবেগে।
আহা দুষ্টু কিছু কথা আর মিষ্টি একটা সুর
©somewhere in net ltd.