![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবো পাহাড়চুড়োয়
ছুঁতে মেঘের আঁচল
মুঠোভরা জলকনায়
দেখবো রঙধনুর ছল।
সাথে যাবে বলে
স্বপ্ন দেখেছি।
কাছে থাকার প্রেরণাকে
ভালোবেসেছি।
ভাসবো সাগরনীলে
দূর দ্বীপ অবধি।
নির্জনতার ছায়াতে
গাঢ় হবে অনুভূতি।
উড়বো হৃদয় শোভায়
চঞ্চলা পাখির পাখায়
মন ভরে কানায় কানায়
দেখবো শুধু তোমায়।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৪৯
ফজল বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভালো লেগেছে। সাবলীল, প্রাঞ্জল।
আপনার সাম্প্রতিক কবিতাগুলো পড়েই বুঝা যাচ্ছে, কবিতারা আপনার মাথায় ভিড় করে আছে, ওরা অবিরাম আসছে, আপনার কলম (কী বোর্ড) থেকে ঝরে পড়ছে, আপনি কবিতায় ভাসছেন। খুব, খুব ভালো! লিখতে থাকুন অবিরত।
কবিতায় ভাল লাগা + +
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৫১
ফজল বলেছেন: ধন্যবাদ। প্রেরনারা আপনার মন্তব্যে প্রকট। ভালো লাগলো।
৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৫২
ফজল বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:৫২
ফজল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।
আপনি প্রতিদিন কবিতা লিখতে পারছেন দারুন কিন্তু ।