![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন অসাড় পূর্ণিমা ছিল কাল
নরম হাওয়ার প্রলেপ মাখা ।
এমন প্রেমময় আবহের ছিল বান ।
ছাদের কোনে বিছানো শুকনো পাতা
অপেক্ষায় নেবে পায়ের ছোঁয়া।
এমন সুর ছিলো প্রানে
গান হয়ে ঝরবে বলে ।
অপেক্ষায় ছিলো বুলবুলি
এই বুঝি এলে তুমি ।
এমন ছন্দে ছিলো তরুলতা
হাওয়ার নাচুনে দোলে।
পাপড়ি ঝরার ছিলো প্রতীক্ষা
শুনেছি ভ্রমরের গুঞ্জনে।
এমন মধুর চাঁদে এলেনা
একা সারা রাত ভোরে।
শব্দহীন অনুভুতি ছেয়ে
এলোমেলো সব ভাবনা ।
২| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় এ ছোয়া বাতাস অনূভুত হলো ।
এ মধুর চাঁদে তুমি এলেনা
তুমি এলেনা ।
ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।