![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলা ছন্দে বুকের খাঁজে
বাজিছে ডঙ্কা দমকে দমকে
আঁখির সলাজ মায়া বাঁধিছে
উতলা প্রাণ কুসুম কাননে।
ডাগর চাপা আঁখিপাতে
চমকিয়া জাগিছে মনময়ুরী।
আড়ালে পাপিয়া কুহরিছে
উচাটন মন দাও না ছাড়ি।
চাহিয়া অলখে গালের টোলে
কাঁপিছে হিয়া থমকি থমকি।
চপলা চলনে কেশরী দুলায়ে
সুরভী বিলায় সঘন শরবী ।
২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৬
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।