নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ বিজয় এর মূল্য কোথায়

ফজলে করিম সৈকত

সোনার বাংলাদেশের সপ্ন দেখি

ফজলে করিম সৈকত › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পুলিশ দেখি পার হতে ‍দিচ্ছে না।

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

রাস্তায় পুলিশ দেখি পার হতে ‍দিচ্ছে না

তারা বলল, এদিক দিয়ে যাবেন না ।গেলে ২০০ টাকা জরিমানা।

আথাৎ,

আমাকে জেতে হলে এক কিলোমিটার দূরের প্রজাপতি গূহার ভেতর দিয়ে ‍ যেতে হবে। তার পরও ওদের কথায় হেটে গেলাম। কবে হবে ওভারব্রিজ কবে হবে প্রজাপতি গুহা ঢাকার কারওয়ান বাজারে। আর কত দিন পুলিশ এভাবে দাড়িয়ে থেকে জরিমানা করে মানুষ দের রাস্তা পার করাবে।





সারা ঢাকাতই বোধয় একই ভাবে কাজ করতেছে,

সাধুবাদ জানাই তাদের। কিন্তু সমস্যার মূলে গিয়ে সমাধাণ না করে এই অর্থ হীন সমাধাণের কোন অর্থ নাই।



আমার মনে হয়।



কার কাছে কি মনে হয় সেটা হয়তো আমি ভালো বলতে পারব না।



আবার দেখলাম পথচারি দের কাছ থেকে জরিমানা ও আদায় করছে। মানুষ পারাপারের ভাল কোন উপায় নেই। খামোখা মানুষ কে হয়রানি করছে। (কারওয়ান বাজারের অবস্থা বলছি, অন্যগুলা ভিন্ন হতে পারে)



এ বিষয় এ আরো জানুন]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: সবাই নিয়ম মেনে চললে সমস্যা হওয়ার কথা না।

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

ক্ষতিগ্রস্থ বলেছেন: আজ সকালে পুলিশ স্মৃতি স্কুলের সামনে দিয় আসার সময় দেখলাম ঠিক ওভারব্রিজের নিচ দিয়ে ছাত্রছাত্রী পার হচ্ছে... আগেতো ঘর সামলাতে হবে...

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

আহলান বলেছেন: হুজুগ হুজুগ ....হুজুগে মাতি আমরা ....

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

সরদার হারুন বলেছেন: যে জাতি নিয়ম মানেনা অনিয়মকে নিয়ম বলে ভাবে সে জাতিকে নিয়ম

মানাতে গেলে অসুবিধা হবেই ।

++++++++++++++

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

দখিনা বাতাস বলেছেন: 200 tk na,,,,,,,,,,,2000 tk jorimana kora uchit.

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

দখিনা বাতাস বলেছেন: যেইসব জায়গাতে ফুটওভার ব্রীজ আছে, তারপরেও মানুষ নিচে দিয়ে রাস্তা পার হওয়ার জন্য যায় ঐসব জায়গায় ২০০০ টাকা করে জরিমানা করা উচিত। সেনা সরকারের সময় দেখছিলাম টিকাটুলি ওভারব্রীজের নিচে দিয়ে রাস্তা পার হওয়ার কারেন ৩ কোট টাই পরা বেটারে কানে ধরে উঠাবসা করাইছে আর্মি। এমন করা দরকার সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.