নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ গাংচিল

সেই ফেরারী

নিঃসঙ্গ গাংচিল

সেই ফেরারী › বিস্তারিত পোস্টঃ

\'সুখ পাখি\'

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪


শঙ্খচিল !
সুখ পাখি এখন গৃহিনী
ওই দূরে এক গাঁয়ে পাকা দালানবাড়ি
-তার সংসার ।
তার দিন কাটে একাকি
রান্নাঘরে দখিনা জানালার পাশে ।
লালধূলিপথে
কোমল পায়ের চিহ্ন আর পড়ে না এখন
তাই হাঁটি না ওই পথে ।
তার শাড়ির আঁচলে এখন রসুনের গন্ধ,
দু পায়ে নুপূরের গান,
অভিমান নিয়ে
এলোচুল আজ শান্ত হয়ে ঘুমিয়ে আছে
খোপার ভিতর,
চঞ্চল হাতের কঙ্কনগুলো
নব জীবনের ঝংকার তোলে বার বার ;
আমার বাঁধা লাল সুতোটা
এখন বুঝি নেই আর !
হয়তো সে ভুলে গেছে
এই বেকার যুবকের অস্তিত্ব !

শঙ্খচিল !
তুমি চেয়ে দেখো –
অপরূপ সৌন্দর্য্যের সত্ত্বায়
আজ কেমন মিশে আছে আমার সুখ পাখি...!
অন্যের ঘরে বধূ সেজে
আমার আলো আঁধারি ঘরের মাঝে
রেখে গেছে বিশাল শূন্যস্থান !

তুমি দেখেছো –
সব ভুলে সে আজ কেমন পারস্থ গৃহিনী
জাগ্রত সুখের মহলে ?
দখিনা বাতাস তার অজান্তেই
তাকে আলিঙ্গন করে বসে সারাক্ষণ,
সে কেমন বেহায়ার মতো
বিচরণ করে, ছুঁয়ে যায়
তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ;
উত্তপ্ত শরীরের বিন্দু বিন্দু ঘাম
বাষ্পীভূত করে
উড়িয়ে দেয় অনন্ত ঠিকানায়....

জানি – মেঘ হবে,
ভিজবে আমার অস্তিত্ব ।
তুমি জানো কি
তার ছলনার প্রেমে আজ
গর্ভবতী দখিনা বাতাস ?
অদেখা জঠরে আমার সত্ত্বা ?

শঙ্খচিল !
সুখ পাখি কি কোনোদিনও জানবে না
আজও সারাবেলা ছুঁয়ে যাই তাকে ?
তুমি জানিয়ে দিও চুপি চুপি
নিঝুম দ্বিপ্রহরে ।
আর শোনো, এই কঙ্কন দুটি নিয়ে যেও;
বলে দিও – আবার দেখা হবে
সেই আদিগন্ত বিস্তৃত মাঠে
কোনো এক নতুন জনমে। .....

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: এত সাবলিল কবিতা অনেকদিন পড়িনি।
অনেক ভাল লেগেছে। +++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

সেই ফেরারী বলেছেন: ধন্যবাদ..বিজন রয়

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

সেই ফেরারী বলেছেন: ধন্যবাদ৥....কল্লোল পথিক

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

আয়রোন বাবা বলেছেন: ভাই অপরাধী করবেন না..। স্মৃতির বিচরনে মিলে গেছে তাই কপি করে নিলাম ...অবশ্য কালেক্টড লিখবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.