নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ গাংচিল

সেই ফেরারী

নিঃসঙ্গ গাংচিল

সেই ফেরারী › বিস্তারিত পোস্টঃ

\'\'ভালোবাসি\'\'

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০


একটি বাগানে টকটকে লাল গোলাপ চোখে পড়া মাত্রই ভাল লেগে গেল। তাকে বললাম... "ভালবাসি''

সে বলল... " সেদিন পূর্নিমা তিথিতে মুঠো ভরিয়েছিলে কিছু জোৎস্নায়। তাকেও বলেছিলে ভালবাসি।
তোমার ভালবাসা তার জন্য।"

মুখ ফিরিয়ে নিল গোলাপ। খুব কষ্ট নিয়ে আকাশের মেঘগুলোকে পুড়িয়ে দিচ্ছিলাম দীর্ঘশ্বাসে। এমন সময় নামলো ঝুম বৃষ্টি। সমস্ত হাহাকার ধুয়ে গেল নিমিষেই। বুক হিম হয়ে প্রশান্তি অনুভব করলাম। বৃষ্টির কয়েক ফোটা জল হাতের মুঠোয় নিলাম। আকাশ এর দিকে উন্মুখ আমি গভীর অনুভব নিয়ে বললাম...." ও মেঘ! ও বরষা! আমি তোমাকেই ভালবাসি "


শুনে সে দমকা হাওয়ায় বলে চলে গেল...." খর উত্তাপের দুপুরে নির্জন পাথারের ঢেউ কে তুমি বলোনি সেদিন ভালবাসি? তুমি তাকেই ভালবাসো "

নিথরতা পেয়ে বসছে। সন্ধ্যা নামলো এপার ওপারে। অন্ধকারের বুক চিরে কিছু সাঁঝবাতি চোখে পড়ছে। আমার ভালবাসার মত সত্য তারা। জ্বলছে আর বাতাসে দুলছে।

কি যেন কি ভেবে উঠোনের শেষদিকটায় গেলাম। দখিনা বাতাসে মন ভরে গেল। আর একটি সুবাস।
খুব বিমোহিত করলো। উঠোনের কোনায় বেলী ফুলের গাছে ফুল ফুটেছে। সম্মোহিত হয়ে গেলাম সেই মাতাল গন্ধে।
সবুজ পাতার ভীড়ে সাদা ধব ধবে বেলীতে আঙুল বুলিয়ে মনের অজান্তেই বললাম " আমি তোমাকেই ভালবাসি! কি সুন্দর তুমি! ভালবাসি! ভালবাসি! "

অট্টহাসি তে বেলী বললো ...... " হা হা হা! এই সেদিন। সেদিন না তুমি ভালবেসেছিলে পদ্ম দীঘিরে! "
ভালবাসা এভাবেই ঘুরে ফিরে যায়। ভালবাসা রহস্যের সবচাইতে বড় অধিকরণ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

সুপ্ত আহমেদ বলেছেন: ভাললাগছে :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

অ্যালেন সাইফুল বলেছেন: বাহ! অসাধারণ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

রিপি বলেছেন:
অসাধারন। একেবারে মন ছুয়ে গেছে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ওয়াও! দারুন অনুভূতি...ভাললাগার পরশ ছুঁইয়ে গেলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.