নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কত বিদেশী চাকুরী করেন? ৫লক্ষ ভারতীয় আর .....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

বাংলাদেশকে বহির্বিশ্বে সবসময়ই দরিদ্র দেশ হিসাবে আখ্যায়িত করা হয়।



কিন্তু আসলে কি তাই?





আমার মনে মনে কিন্তু বারবারই এই প্রশ্ন টি জেগেছে, কিন্তু কোন সঠিক তথ্য পাইনি, অনুসন্ধান করার কোন সুযোগও পাইনি, কারন এসবি(স্পেশাল ব্রাঞ্চ) যত বিদেশী বাংলাদেশে কাজ করতে আসেন, তার তথ্য নিবন্ধীকরন আকারে সংরক্ষন করেন। এটা করা বাধ্যতামুলক, অন্যথায় ঐ বিদেশী বা বিদেশীনি অবৈধভাবে বাংলাদেশে আছেন বলে গন্য করা হবে এবং তাকে এসবি কোন কারন ছাড়া "ডিপোর্ট" করতে পারবেন।



সম্প্রতি একটি তথ্য পেয়েছি, তাও আবার ভারতীয় অনলাইন পতৃকা থেকে। তাতে লেখা আছে ভারতে বিদেশ থেকে যত ভারতীয় টাকা ফেরত পাঠান, তার মধ্যে বাংলাদেশ পঞ্চম।

আর কত টাকা প্রেরন করেন তা জানলে আপনার আমার আক্কেল গুরুম হবার কথা।

পরিমান হল বছরে $3,716 million অর্থাৎ ৩,৭১৬x৮০= ২,৯৭,২৮,০০,০০,০০০টাকা মাত্র

কথায় লিখলে হবে, এত টাকাতো কখনও গুনিনি, দুই কোটি সাতানব্বই লক্ষ আঠাশ হাজার কোটি টাকা!!!!!!!!!

সম্ভবত আমার ভুল হচ্ছে।

যাই ই হোক ৫,০০,০০০ ভারতীয় বাংলাদেশে কাজ করে দেশে টাকা পাঠাচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনীতিতে তারা শ্রম দিচ্ছে বা ভাগ বসাচ্ছে, যে যেভাবে দেখেন।‌‌

বিস্তারিত আজ ২১শে ফেব্রুয়ারী ২০১৪সালে দেখা নিচের সাইটে

৫লক্ষ ভারতীয় বাংলাদেশে



অন্যান্য কোন দেশের কত নাগরিক বাংলাদেশকে এই ভাবে সহায়তা করছেন? কেউ জানাতে পারবেন কি?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ভারতে কি কোন বাংলাদেশী কাজ করেন ?

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ফেরদাউস আল আমিন বলেছেন: সেটাও জানা নাই, আপনি জানলে অঃ পূঃ জানাবেন।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

ফেরদাউস আল আমিন বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/ferdaus98/01-2015/ferdaus98_54065444454a97bbf129c52.93228259_tiny.jpg

সূত্রঃ "আমার দেশ" ৪ঠা জানুয়ারী, ২০১৪

রবাসী আয় বা রেমেটেন্সের জন্য বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবন কাটালেও ভারতীয়রা বাংলাদেশ থেকে ২০১৩ সালে ৩৭০ কোটি মার্কিন ডলার নিয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ২৮,৮৬০ কোটি টাকার সমান।
দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ তথ্য জানিয়েছে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত বাংলাদেশ অর্থনীতি ২০১৪-১৫ ‘অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিপিডি জানায়, ভারত যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়ে থাকে বাংলাদেশ তার মধ্যে পঞ্চম।
অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশ থেকে টাকা পাচার হচ্ছে। তার মতে, এই পাচারের পরিমাণ বৈদেশিক সাহায্যের চেয়েও বেশি। বৈদেশিক বিনিয়োগ বলে এই পাচারের অর্থই আবার দেশে ফিরিয়ে আনছেন অনেকে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে শিল্প ঋণের যে তথ্য দেওয়া হচ্ছে, তা বেশির ভাগই লোন ট্রাস্ট রিসিপ (এলটিআর) বা বিশ্বাসী ঋণের। আবার খেলাপি ঋণের তথ্যেও সন্দেহের জায়গা রয়েছে। এখন দেখা যাচ্ছে, বেনামি ঋণও পুনঃ তফসিল করা হচ্ছে।

(আরও বিস্তারিত ঐ পত্রিকাটিতে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.