নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

ফ্লাই ওভার তথা উড়াল সেতুতে দুর্ঘটনা এবং অতপর

১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮

ফ্লাই ওভার তথা উড়াল সেতুতে নানা ধরনের দুর্ঘটনা ও সহায়তাহীন যানজট হবে, তা অনুমান করে পরিচিত মহলে বহু পূর্ব থেকেই আলাপ আলোচনা করতাম, তা সত্যিতে পরিনিত হতে এক বছরও পার হতে হোল না।

ঢাকায় ফিরছি - চট্যগ্রাম থেকে, সুন্দর চলে এলাম ৬ঘন্টায় --- যাত্রা বাড়ীতে। নয়নাভিরাম "মেয়র হানিফ" ঊড়াল সেতুতে প্রায় উড়াল দিয়েই কয়েক কিমি গেলাম মনে হোল, কিন্তু ঊড়াল থেকে মাটিতে নামিলাম, যখন দেখলাম গুলিস্থান বহির্গমন গেটে বাসটি আর বের হতে পারছেনা।

বহির্গমন এই যানজট সময় নিল ৪৫মিনিট।



যাত্রীরা বলাবলি শুরু করলি " এঈ যানজট যদি উড়াল সেতুতেই হয়, তা হলে উড়াল সেতু। বানিয়ে কি লাভ হোল?"

নিচে থাকলে অন্তত পানি, ঝালমুড়ি, আমড়া, শষা ইত্যাদি পাওয়া যেত, উড়াল সেতুর যানজটে তো কিছুই পাব না"



চাঁদপুর থেকে ফিরছি, আবারো খুব সাবলীল গতিতে "হানিফ উড়াল চলে আসি আড়াই ঘন্টায়, অতি স্বাচ্ছন্দে মেডিকেল দিয়ে বেরুব আশা করে নিজের গাড়ি করে এগুলাম। আর আধা ঘন্টায় ঢাকার জেলখানা ফ্ল্যাটে ফিরব। না আবার সেই চিরাচরিত যানজট।



এবারের কারন, দানবীয় উড়াল সেতুতে একসিডেন্ট; এক্টা গাড়ি ধাক্কা খেয়ে রেলিং এ অরধেক উঠে আছে, ভাগ্যিস নিচে পরে যায় নি। পুলিশ এক লেন বন্ধ করে যানজটের "আয়ু" বাড়াল। পুলিশের কারনে দীর্ঘ এক ঘন্টা আটকে থেকে বেরুতে পারলাম।



কর্তৃপক্ষ

উড়াল সেতু বানিয়ে অদুর ভবিষ্যতে ঢাকা বাসি আরো কঠিন যানজট সমস্যায় ভুগবে।



এখন ও সময় আছে ডাকা শহরে আর উড়াল সেতু না বানিয়ে দ্রুত "মেট্রো রেল" প্রকল্প বাস্তবায়ন করুন এবং ঢাকা বাসিকে উড়াল সেতুর অভিশাপ থেকে মুক্তি দিন।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৩

হেডস্যার বলেছেন:
বুঝাইয়া লাভ নাই....বুঝবে না।
যখন বুঝবে তখন উড়াল সেতু ধুইয়া পানি খাওয়া ছাড়া কিছু করার থাকবে না।

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

আই ঠগ বলেছেন: ওখানে আবার নরক যাতনা হবে না তো

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

ফেরদাউস আল আমিন বলেছেন: ধোয়ার ও কেউ থাকবে না তখন

৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ফেরদাউস আল আমিন বলেছেন: যাতনা তো শুরুই হয়ে গেছে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭

কলাবাগান১ বলেছেন: যানজট সবখানেরই প্রবলেম। খোদ আমেরিকার ওয়াশিংটন ডিসির চার দিকের বৃত্তাকার বেল্ট ওয়ে উড়াল সেতু ও তাই। রাশ আওয়ারে ৩০ মিনিটের পথ যেতে লাগে এক থেকে দেড় ঘন্টা..... আর যদি কোন এক্সিডেন্ট হয় (যেটা শুক্রবারের উইক এন্ড শুরু আগে অবধারিত ভাবে হবেই), ৩০ মিনিটের পথ ২ ঘন্টাতে ও ঠেকে.........

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত পোষন করছি, একই সাথে দ্বিমত ও পোষন করতে হচ্ছে।
দ্বিমত কেন করছি তা উল্লেখ করছিঃ-
ঢাকা শহরের সাথে ওয়াশিংটন ডিসির তুলনা করা একে বারেই বেমানান।

ওয়াশিংটন ডিসি তে রয়েছে পাঁচ পাঁচটি সাব ওয়ে বা মেট্রো রেল।
তাতে জনগনের কাছে, দৈনন্দিন যাতায়তের প্রয়োজনে বিকল্প বাহন রয়েছে, আমাদের নেই। আর আমরা ভুল সিদ্ধন্ত নিয়ে রাজধানীর বারটা বাজিয়ে ফেলেছি ইতিমধ্যেই।
টোকিও তে ৯০% লোক রেল এ চলাচল করে তারপরও রাস্তায় যানজট হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.