নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
মানব উন্নয়ন সূচক
মানব উন্নয়ন সূচক তথা এইচডিআই(Human Development Index) একটি দেশের মানুষের সামাজিক অবস্থান এবং তাদের সামর্থকে বিশেষ করে অর্থিক সামর্থ এর প্রতিফলন হিসেবে তুলে ধরার চেষ্টা করে। এটি জাতি সংঘের একটি মানদন্ড, অর্থনীতিবিদ মাহবুবুল হক এটির প্রনেতা বলে উল্লেখ করা আছে।
শুধুমাত্র একটি দেশের প্রবৃদ্ধি উন্নয়ন কে ঐ দেশের উন্নয়নের চাবিকাঠি হিসেবে গন্য করলে ঐ দেশটির সঠিক উন্নয়নের সূচক বা প্রতিফলন বলা যাবে না।
একটি দেশের জনগন সার্বিক ভাবে কেমন আছেন, তার কিছুটা জানতে হলেও বেশ কিছু সূচক বা তথ্য উপাত্ত্ব মিলিয়ে আরও একটি সুচক করতে হয়, আর সেটিই হচ্ছে "মানব উন্নয়ন সূচক”
যে কয়েকটি তথ্যের উপাত্ত্বের ভিত্তিতে মানব উন্নয়ন সূচকটির গণনা করা হয় সেগুলি হচ্ছেঃ-
১। ঐ দেশের সাধারন নাগরিকদের একটি দীর্ঘ ও সুস্থ জীবন।
এর জন্য জনগনের গড় সুস্থ আয়ু ২৫ থেকে ৮৫ পর্যন্ত গণ্য করা হয়। অর্থাৎ ২৫ হলে খারাপ ও ৮৫ হলে ভাল
২। ঐ দেশের সাধারন নাগরিকদের কত বছর এর জন্য কোন স্তর পর্যন্ত পড়াশুনা করে থাকেন।
এক্ষেত্রে ক্রমান্বয়ে উন্নততর ১৮ বৎসর পর্যন্ত আনুষ্ঠানিক পড়াশুনার হিসেব ধরা হয়।
৩। ঐ দেশের সাধারন নাগরিকদের জন প্রতি বার্ষিক আয়।
এই পরিধিতেে সর্ব নিম্ন বার্ষিক আয় ধরা হয় ১০০ মার্কিন ডলার ও সর্বোচ্চ ৭৫,০০০ডলার
যে তত্থগুলো এই "মানব উন্নয়ন সূচক” গণনায় অওতাভুক্ত করা হয় না সেগুলো হচ্ছেঃ-
ক) ঐ দেশের সাধারন নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা
খ) ঐ দেশের সাধারন নাগরিকদের বৈষম্যের পরিধি বা অবস্থান
গ) ঐ দেশের ব্যবসা ও দৈনন্দিন জীবনে উপরি র পরিমান ও কোন ক্ষেত্রে আদান প্রদান(কারন ঘুষ এর পরিমান নির্নয় করন কষ্টসাধ্য)
ঘ) ঐ দেশের সাধারন নাগরিকদের মাঝে বিরাজমান অাইন শৃংখলা পরিস্থিতি। করন বহু তৃতীয় বিশ্বের দেশে পুলিশ আইন শৃংখলার অবস্থা ভাল দেখানোর জন্য অপরাধ নথিভুক্ত করে না।
এখন বাংলাদেশের "মানব উন্নয়ন সূচক” কোন সালে কেন ছিল দেখা যাকঃ-
নিচে সাল ভিত্তিক মানব উন্নয়ন সূচক দেখা যাক
অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন হলেও মানব উন্নয়ন সূচক এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে।
মানব উন্নয়ন সূচক এর উপদানসমুূহঃ
২| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬
ফেরদাউস আল আমিন বলেছেন: সম্ভবত দুজনের ফরমুলাই ব্যবহার হচ্ছে
৩| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ
৪| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
এগুলো দরকারী বিষয়, এগুলো নিয়ে লিখুন।
১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩
ফেরদাউস আল আমিন বলেছেন: ইচ্ছা আছে লেখার
৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:১৮
ক্যাটম্যান বলেছেন: আরও উন্নতি প্রয়োজন।
৬| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৯
ফেরদাউস আল আমিন বলেছেন: বাংলাদেশ সহজেই আরও উন্নতি করতে পারত, আমাদের রাজনীতিকরাই আমাদের উন্নতির পথে অন্তরায়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১০
চাঁদগাজী বলেছেন:
ওকে।
এখন ড: আমত্য সেনের ফরমুলা ব্যবহৃত হচ্ছে