নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

মিয়ানমার এর উপজাতিসমূহ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮



মিয়ানমার দেশে দশ এর ও অধিক উপজাতীয় সম্প্রদায় রয়েছে।
মিয়ানমার সরকার অধিকাংশের সংগেই সংঘর্ষে লিপ্ত আছে। এদের অধিকাংশের সংগেই মিয়ানমার সরকার সমঝোতায় আসতে পারছে না বা আসার উদ্যোগ নিচ্ছে না। কিন্তু কোন উপজাতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে মিয়ানমার জাতিগত নিধন প্রক্রিয়া রার সাহস করতে পারে নি বা করেনি একমাত্র রোহিঙ্গা সম্প্রদায় ব্যতিত।
এর কারন যদি খুঁজতে হয়, নানাহ কারন উদ্ঘাটিত হবে। তবে সারাংশ হিসেবে যদি বলা যায়, তা হলে (আমার মতে) তা নিম্নরুপঃ-
১। রোহিঙ্গা গোষ্ঠি আধুনিক শিক্ষার প্রসার হয়নি (এবং মিয়ানমার সরকার ১৯৬২ সাল থেকে রোহিঙ্গাদের নিষ্পেশন করে আসছে)
২। রোহিঙ্গা গোষ্ঠি কৃষিকাজে অভিজ্ঞ থাকলেও, অন্যান্য শিল্প ও পেশায় অতটা দক্ষ ছিলেন না বা মিয়ানমার সরকার হতে দেয়নি।
৩। রোহিঙ্গা গোষ্ঠির মাঝে কার্যকরি নেতৃত্যের স্বল্পতা
৪। রোহিঙ্গা গোষ্ঠির জন্য আন্তর্জাতিকভাবে ফলপ্রসু সাহায্য না আসা

আরও কারন থাকতে পারে।
বর্তমানে রোহিঙ্গা স্বরনার্থীদের ফেরত পাঠানোর চুক্তি হয়েছে, অতি উত্তম কথা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে, যে সকল স্বরনার্থী ফেরত যাচ্ছে তারা যেনঃ
-- তাদের জমি - জমা বিনা শর্তে ফেরত পায়।
-- তাদের নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করছে (মিয়ানমার বাহিনীর নিকট নিরাপত্তার নিশ্চিতকরন সম্ভব না, কারন তারাই এই জাতিগত নিধনে সহায়তা যুগিয়েছে)
-- তাদের ভোটার অধিকার নিস্চিত করা।
-- তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে সকল অধিকার সমভাবে প্রদান করা (যেমন শিক্ষা, স্বাস্থ্য, চাকুরী ইত্যাদি)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

আবু তালেব শেখ বলেছেন: উপজাতি সমুহ কই? শিরোনামের সাথে লেখার মিল পেলাম না

২| ১৩ ই মে, ২০১৮ সকাল ৮:৫০

ফেরদাউস আল আমিন বলেছেন: উপজাতীয় গুলো মানচিত্রে ইংরেজিতে বাম পাশে লিখা আছে, সময় থাকলে একটু কস্ট করে পড়ে নিয়েনঙ

৩| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭

অচেনা হৃদি বলেছেন: আমার ব্লগে আপনার মন্তব্য দেখে আপনার আইডিতে এলাম । আপনি বারো বছর ব্লগিং করছেন ! দেখে অবাক না হয়ে পারিনি । আর আমি মাত্র কয়েকদিন আগে ব্লগে ঢুকেছি । আমার পোস্টে মন্তব্য করেছেন বলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.