নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

ভিয়েতনামের অসাধ্য সাধন

১০ ই জুন, ২০২০ সকাল ১১:২৯


*অসাধ্য সাধন করেছে ভিয়েতনাম।*

তাক লাগিয়ে দিল পুরো দুনিয়াকে। বাজিমাত করলো ভাইরাসের বাজারে। দেখিয়ে দিল~ আমরা পারি। গতকাল থেকে *ভিয়েতনাম পৃথিবীর প্রথম কোভিড-১৯ শূন্য দেশ।*
সবারই প্রশ্ন, কি যাদুর কাঠি ছিলো ভিয়েতনামের?

আসলে আহামরি কিছুই না। পরিস্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসায় সুপরিকল্পিত প্লান।
যে সহজ কাজগুলো অন্যান্য দেশ মাস দুয়েকেও পারেনি, তারা করেছে মাত্র ১০ দিনেই।

এমনভাবে পরিস্কার করতো যে, বাজারের সময় শেষ হওয়ার কিছুক্ষণ পরে বুঝাই যেতো না এখানে বাজার বসেছিল, শত শত মানুষ এসেছিল।

মার্কেট, দোকানপাট এবং গাড়িতে জীবাণুনাশক স্প্রে করা অবশ্য কর্তব্য ছিল। অবহেলা প্রদর্শন না করতে সরকার ব্যাপক প্রচার চালায়, জনগণও মান্য করে।

এয়ারপোর্টেই কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করে। যে যতবড় প্রভাবশালী হোন না কেন বাইরে থেকে এসে ১৪ দিন থাকার আগে কাউকে শহরে ঢুকতে দেয়া হয়নি।

এবং একটা পরিপূর্ণ চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলে। চিকিৎসা সংশ্লিষ্টদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী তোলে দেয়, ২ দিন পরপর তাদের টেস্ট বাধ্যতামূলক করে।
* বিদেশ থেকে প্যাকেটজাত ফুড আমদানি এবং
* জনসমাগম এক্কেবারে নিষিদ্ধ করে।

এই ছিলো তাদের সফলতার টনিক।

আজ চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে থাকা প্রায় ১০ কোটি মানুষের দেশের লকডাউন উঠে যাচ্ছে। *২৬৮ জন রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে- কেউ মারা যাননি*। একটি রিপোর্টও লুকাতে হয়নি। সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৮ বছরের বৃদ্ধাও- একজন ডাক্তার- স্বাস্থ্যকর্মীও মারা যাননি। একটা লোকও ক্ষিধের জ্বালায় মরেনি, রাস্তায় চালের জন্যে দাঙ্গা হয়নি, সরকারি দল রেশন কেড়ে দেয়নি।

আর সবচেয়ে অবাক করা কি জানেন?
হ্যাঁ, ভিয়েতনাম চার লাখ PPE তৈরী করে পাঠিয়েছে সেই আমেরিকায়, যেই আমেরিকা ১৯৭২ সালে রোজ সকালে নাপাম বোমার চাদর বিছিয়ে দিতো ভিয়েতনামী জনগনের ওপর। সেই ভিয়েতনাম নাপামের বদলে আজ গ্লাভস পাঠিয়েছে৷
*হিংসার জবাব ভালবাসায় দিয়েছে৷।*
(Collected) {সংগৃহীত}
(আমার নিজের লেখা নয় এটা; আমাদের নিজস্ব গ্রুপের থেকে নেয়া; যিনি পাঠিয়েছেন, তিনি ও জানাচ্ছেন, এটা তা নিজের নয়)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:০২

আমি সাজিদ বলেছেন: আমরা করোনা থেকেও শক্তিশালী এবংং আমরা হিংসার জবাব হিংসা দিয়েই দেই পাকিস্তানক্ব। এবং কুলি করে ফেলি।

১০ ই জুন, ২০২০ দুপুর ১:১৯

ফেরদাউস আল আমিন বলেছেন: যতটুকু অনুমান করা যায় বা জানা যায়, বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার কারনে "করোনা" আামাদের সরকারী ব্যবস্থা থেকে এগিয়ে আছে। এর নিয়ন্ত্রনের নেতৃত্বে কে এখনও বোঝা মুশকিল। দুই মেয়রের ঢাকা শহর, তাদের এ বিষয়ে কর্ম কান্ড কি এখনও বুঝে উঠতে পারলাম না। স্বাস্থ্য অধিদপ্তর মনে হচ্ছে দৈনিক শুধু মাত্র তথ্য ও উপাত্ব প্রকাশ করে যাচ্ছে।

আপনার "পাকিস্তানক্ব" বুঝলাম না!

২| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ভিয়েতনাম দেখিয়ে দিয়েছে। ওরা সচেতন । ওরা নিয়ম কানুন মেনেছে। ওদের সরকার আপ্রান চেষ্টার ফল।

৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:২৮

সাইন বোর্ড বলেছেন: তৃতীয় বিশ্বের একটা দেশ, দেখিয়ে দিয়েছে, তারা কতটা সচেতন !

৪| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: একজন আমার লেখায় অভিযোগ করেছে ভিয়েতনামে গণতন্ত্র নাই। আমাদের দেশের নিচে গণতন্ত্রের সুচকে ।

৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো

৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাঙালি জাতীর অনেক খারাপ বৈশিষ্ট্য আছে কিন্তু আমরা তা স্বীকার করি না ভালোও হতে চাই না। খারাপ গুলি ত্যাগ করলে এই জাতি অনেক এগিয়ে যেত।

৭| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: উন্নত বিশ্বের ম্যাওপাঁও জাতিরা - এখন ওদের কাছে শিখবে!

৮| ১০ ই জুন, ২০২০ রাত ১০:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দীর্ঘদিন সংগ্রামের অভিজ্ঞতার ফল।অল্প সময়ে তারা ঐক্যবদ্ধ হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.