![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
বিশেষ করে চীনা নকল মালামাল থেকে
অন্য গ্রপে গল্পটা দেখলাম। আমাদের এখানে যেহেতু এই জাতীয় জিনিস পত্রের তুমুল পরিচিতি চলছে, তাই ভাবলাম পড়লে উপকারই হতে পারে......
চাইনিজ জিনিস ব্যবহার করার আগে একবার ভাবা উচিৎ।
আরেকটা জিনিস হল অক্সিজেন পিউরিফায়ার
আজকাল বাজারে Oxymeter নামের এক জিনিসের বিশাল কদর । প্রতি সিগন্যালে এখন এটা হাতেহাতে বিক্রি হচ্ছে
আগে সিগন্যালে বিক্রি হতো চানাচুর, এলাচ, দারুচিনি রাখার খালি ডিব্বা... আর এখন এটা বিক্রি হচ্ছে!
আমি শিওর এই মুহূর্তে প্রতি ঘরে ঘরে এই জিনিসটা এখন আছে; একটা আঙুল ঢুকিয়ে রাখলে ২০ সেকেন্ডেই বুঝা যায় আপনার শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে নাকি
* আমিও একটা কিনে এনেছি; আনার পর থেকে বাসার সবার অক্সিজেন সেচুরেশান দেখাচ্ছে ৯৮%
* আমার ১১ মাসের ভাতিজীর অক্সিজেন সেচুরেশানও ৯৮%... আমার ৭১ বছর বয়সী আব্বারও ৯৮%
* একটু পরে আমার মেয়ে দৌড়ে এসে বলে “বাবা, আমার পেন্সিলের সেচুরেশানও ৯৮%
* সে মেশিনে আঙুল না ঢুকিয়ে পেন্সিল ঢুকিয়ে চেক করেছে
* একটু পর জানলাম আমাদের বাসার সবগুলো টুথব্রাশের সেচুরেশানও ৯৮%
* এমনকি বাসার খেলনা বান্দরের পুতুলটার লেজের সেচুরেশানও ৯৮%
...এখন পিপিই, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক-N95 থেকে শুরু করে সব কিছু নকল বের হচ্ছে; আজ তো আমি AK47 নামের মাস্ক পেয়েছি...
আমার এক বন্ধুর গার্মেন্টস, যে আগে নাইটড্রেস বানিয়ে ঢাকা কলেজের সামনে বিক্রি করত, সে এখন পিপিই বানায়... তার কাছে সুতির পিপিই থেকে সিল্কের পিপিও আছে
ছোটবেলায় টিভিতে দেখা সেই লাইফবয়ের এডে ডাক্তার আঙ্কেলটা যে নীল আলোর টর্চলাইটটা দিয়ে হাত ধোয়ার পর বাচ্চাদের হাতে জীবাণু আছে নাকি দেখে... এরকম এক টর্চলাইট আমাকে রাজাবাজারের এক টাউট প্রায় গছিয়েই দিয়েছিল
একটু সাবধানে এই মেশিনগুলো কিনবেন... কিছু অসাধু ব্যবসায়ী নেমে পড়েছে মাঠে আমাদের ইমোশনকে ক্যাপিটালাইজ করে পয়সা বানাতে; আমি নিজেও জানি না এটার সলুশান কি
তবে যাই কিনেন, একটু সাবধানে কিনবেন
গতকাল আমার কিপ্টা ফুফা কোথা থেকে জানি কম দামে ২ টা অক্সিজেনের সিলিন্ডার কিনে নিয়ে এসেছে;
বেচারা বগলে করে কষ্ট করে সিলিন্ডার ৪ তলায় হেঁটে উঠালো; খবরটা ফুফুর কাছ থেকে জানার পর আমি ফোন করে বললাম, ‘ফুফা আপনি শিওর সিলিন্ডারের ভিতরে অক্সিজেন?’
“অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন থাকবে না তো কি থাকবে?”
‘শুনেন ফুফা, যে দেশে খোদ কুমিল্লাতেই অরিজিনাল মাতৃভান্ডার নামে ২৭৫ টা আলাদা আলাদা দোকান আছে সেই দেশে এই সময় অক্সিজেনের সিলিন্ডার, তাও কম দামে পাওয়াটা অস্বাভাবিক না? ’
... শেষ খবর পাওয়া পর্যন্ত ফুফার শ্বাসকষ্ট উঠেছে, করোনাতে না... দেশের কিছু মানুষের এধরনের আচরণের প্রতি ক্ষোভে...অন্য গ্রপে গল্পটা দেখলাম। আমাদের এখানে যেহেতু এই জাতীয় জিনিস পত্রের তুমুল পরিচিতি চলছে, তাই ভাবলাম পড়লে উপকারই হতে পারে......
(আমাদের গ্রুপ আলোচনা থেকে সংগৃহীত)
২| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:১০
নেওয়াজ আলি বলেছেন: তবে করোনা নকল নয় আসল দিয়েছে।
৩| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:১১
একে৪৭ বলেছেন: ইয়ে মানে...
বিশ্বাস করেন আমি কোন মাস্ক বাজারজাত করিনি।
আর রাস্তায় পাওয়া জিনিসে ভরসা না করাই উচিৎ, বিশেষ করে চিকিৎসা সরঞ্জামাদি...
১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫০
ফেরদাউস আল আমিন বলেছেন: অন্য "একে৪৭" টা আছে তো!
৪| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: এত এত নকলের ভিড়ে আসল জিনিস খুজে পাওয়া প্রায় অসম্ভব।
৫| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩
আমি সাজিদ বলেছেন: ভন্ড ব্যবসায়ীর দেশ, কি করা যাবে?
৬| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০
আনমোনা বলেছেন: পেনসিল
৭| ১০ ই জুন, ২০২০ রাত ৮:১৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীনারা ব্যবসা হাতছাড়া করতে চায় না।যত কম দাম বলবেন সে দামেই সে তৈরী করে দেয়।নৈতিকতার দিক থেকে বিষয়টা মনে হয় ঠিক না।ব্যবসা তো আর দরবেশরা করে না, ব্যবসা করে ব্যবসায়ী।তার দরকার মুনাফা
১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩
ফেরদাউস আল আমিন বলেছেন: চীন উন্নয়নে এখন সবচেয়ে এগিয়ে
তার মানে চীনে ঠক ব্যবসায়ী নেই, চীনের শেনযেন, সাংহাই তে ঠক ব্যবসায়ী ও বিক্রেতা প্রচুর
৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: এটা আরও কয়েক জায়গায় পড়েছি।
আসল দুর্লভ হলে নকল সুলভ হবেই। এর থেকে বাঁচার কোন উপায় নেই।
৯| ২০ শে জুন, ২০২০ সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: নকল হতে আসলেই সাবধান থাকতে হবে।
০১ লা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪
ফেরদাউস আল আমিন বলেছেন: যাচাই বাছাই করা, খোঁজ খবর নিয়ে তারপর কেনা কাটা করুন
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৫
রাফিন জয় বলেছেন: পেন্সিলের সেচুরেশন!![:D](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_05.gif)