নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

জলপাই রঙ্গের গাড়ি গুলো তেল নিচ্ছে.......

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

কাদের মোল্লার রায়ের আগে জামাত-আওয়ামী লীগ আঁতাত এর যে গুজব, পুলিশকে ফুল দেবার ঘটনা এবং কাদের মোল্লার রায় দেবার পর হতে শুরু হয় প্রজন্মের আন্দোলন.... এটা সবাই জানে...



জামাত-শিবির ব্যান করার জন্য গণজাগরণ মঞ্চ হতে ২৬ মার্চ এর যে আলটিমেটাম দেয়া হয়েছে তা নিয়ে সরকার কতটা উদ্যোগি বা কতদূর অগ্রসর হতে পেরেছে জানি না... আসন্ন ইলেকশনের ট্রাম্পকার্ড হচ্ছে কিনা জানি না...(অনেক কিছুইতো জানি না)



জামাত-শিবির ব্যান হোক বা না হোক, জামাত-আওয়ামী লীগ আঁতাত হোক বা না হোক, বিএনপি-জামাত কোলে উঠে বসে থাকুক না থাকুক, হরতাল চলতে থাকুক বা না খাকুক, জনগণ মরুক বা না মরুক, আন্দোলনে ফরমালিন বা প্রিজারভেটিভ থাকুক বা না থাকুক..... ক্ষেত্রবিশেষে-পক্ষে-বিপক্ষে জনতার মনে-চিন্তায় কিন্তু ঠিকই মৃদু, মাঝারি এবং প্রবল কম্পন উঠেছে....



জনতার ইমোশন আর ইচ্ছা নিয়ে 'পলিট্রিক্সস' আর ঘোলা জলে মাছ শিকার করলে "সুনামী" আসন্ন...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

ferdous বলেছেন: জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার ও আওয়ামী লীগের ভাষ্য .....

‘এই সিদ্ধান্তটা সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে জেনে আসেন। আমি নীতিনির্ধারকদের কেউ না’
ব্যারিস্টার শফিক আহমেদ, আইনমন্ত্রী

‘আমি এ নিয়ে এখনো কিছু জানতে পারিনি। জানলে জানাব’
শাজাহান খান, নৌপরিবহনমন্ত্রী

‘আমি পরিবেশমন্ত্রী। আমার কাছে কি নিয়ে আসবেন তাও জানেন না?’
হাছান মাহমুদ, বন ও পরিবেশমন্ত্রী

‘জামায়াত এখন আর কোনো গণতান্ত্রিক আচরণ করছে না। তারা জঙ্গি সংগঠনের রূপ ধারণ করেছে। সংবিধান অনুযায়ী তো তাদের দ্রুতই নিষিদ্ধ করা উচিত। সরকারের মধ্যে আলাপ আলোচনা চলছে’
সুরঞ্জিত সেনগুপ্ত, দপ্তরবিহীন মন্ত্রী

‘আইন তো আছে। আইন না থাকলে বা আইনে অস্পষ্টতা থাকলে আমার কাছে আসতেন। আইন প্রয়োগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কাছে যান’
কামরুল ইসলাম, আইন প্রতিমন্ত্রী

‘এটা একটা রাজনৈতিক বিষয়। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই সিদ্ধান্ত দেশবাসী জানতে পারবে’
শামসুল হক টুকু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

‘এ বিষয়ে পলিসি লেভেলে কাজ চলছে। দেশীয়, আন্তর্জাতিক, আইনি, রাজনৈতিক, সব দিক বিচার বিবেচনা করা হচ্ছে। আদালতে একটি মামলা চলছে এজন্য এখন কেউ মুখ খুলছে না আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে। এটা শেষ হলেই সরকার তার অবস্থান প্রকাশ করবে’
মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল

‘আমি এ বিষয়ে কিছু জানি না। দলের নেতা সৈয়দ আশরাফ সাহেবের কাছে যান। তিনিই একমাত্র এ বিষয়ে বলতে পারবেন’
আব্দুল মতিন খসরু, আইন বিষয়ক উপদেষ্টা, আওয়ামী লীগ

‘এভাবে আমি কিছু বলতে পারব না’
মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগ
http://www.shaptahik.com/v2/?DetailsId=7929

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

আমি হয়ত নতুন কেউ নই বলেছেন: জলপাই রঙ্গের গাড়ি গুলো তেল নিচ্ছে

চমৎকার বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.