নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়,বাবা
বাবা কেমন আছো তুমি ঐ না ফেরার দেশে?তুমি কি দূর থেকে দেখতে পাওনা আজো তোমার সেই ছেলেটা তোমাকে খুঁজে বেড়ায়। বাবা আমি তোমাকে
কোথায় খুজবো বল?
ঐ আকাশের তারায়? নাকি ঐ সমুদ্রে যত দূর দৃষ্টি যায় সেখানে?
বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? তুমি জানোনা যখন একটা মানুষ চলে যায় তখন তার সাথে হারিয়ে যায় অন্য সব আপন মানুষ থেকে লাল নীল এমন অনেক রঙ। বাবা তুমি কি দেখনি মায়ের আহাজারি? কি ভাবে তাকে একটা সাদা কাপড় উপহার দিয়ে তুমি পারলে সব রঙ কেড়ে নিতে?
বাবা তোমাকে লিখে আমার সব কথা শেষ করা যাবেনা। শুধু তোমাকে বলে যেতে চাই আমি তোমাকে পাগলের মত ভালোবাসি। জীবনে চলার পথে প্রতিটি বাঁকে তোমাকে মিস করি। বাবা শুধু এই দোয়া করি তুমি ভালো থেকো ঐ না ফেরার দেশে।
ইতি,
তোমার ছেলে
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
তানিয়া হাসান খান বলেছেন: আল্লাহ তাকে বেহশত দান করুন। আমীন।
থাক , মন খারাপ করবেন না।
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২১
পরিতোষ পাল বলেছেন: সবার বাবাই তো একদিন না একদিন চলে যাবে। আমার বড় সৌভাগ্য যে আমার বাবা এখনো বেঁচে আছেন। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮
খেয়া ঘাট বলেছেন: এ বড় কষ্টের , এ বড় বেদনার। এরকম পোস্টে কি বলতে হয়, কেমন করে সান্ত্বনা দিতে হয় কিছুই বুঝিনা।
পরকালে আপনার আব্বা চিরশান্তিতে থাকুন শুধু এই দোয়াই করি।