নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক পত্রিকা থেকে সংগ্রহ করা সাধারন জ্ঞানের গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর ...............

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বিসিস , ব্যাংক জবের , বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য

সাম্প্রতিক বিষইয়ের গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর ও স্পেশাল সাজেশন ...

যা আপনার যে কোন পরীক্ষা ও ভাইভার জন্য ১০০% কাজে লাগবে ...

▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

যখনি কোন শিক্ষণীয় বা জ্ঞানমূলক লেখা পাবেন সেইটা তখনি পড়ে ফেলবেন কারন পরে পডবেন বলে রেখে দিলে সেইটা আর কখনো পড়া হয় না ...



পড়ে নিজে জ্ঞান বৃদ্ধি করুন , শেয়ার করে বন্ধুদের ভালো জ্ঞান লাভের সুযোগ করে দিন ...

কথায় আছে "শেয়ারে নিজের জ্ঞান বাড়ে ......... "

ফেসবুকে ক্ষেত্রে প্রযোজ্য হবে "শেয়ারে বন্ধুদের জ্ঞান বাড়ে ......... "

▬ஜ۩۞۩ஜ▬



১। জিএসপি কি ?বাংলাদেশের জন্য এটি কতটা জরুরী বলে আপনি মনে করেন ?



উঃ . জিএসপি হল জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স। পোশাক রপ্তানির ক্ষেত্রে উন্নত বিশ্বে শুল্ক মুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা পাওয়াকেই জিএসপি বলে।

বাংলাদেশ এর মত দেশ গুলোর জন্য এর গুরুত্ব অনেক। কখনো যদি কোন দেশ বাংলাদেশের জিএসপি প্রত্যাহার করে নেয় তবে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের সুনামের। কারণ জিএসপি সুবিধা বাতিলের জন্য যেসব বিষয় তারা বিবেচনায় করে, সেগুলো বাংলাদেশের সুনামের সঙ্গেই জড়িত। ফলে দেশের ভাবমূর্তির ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তৈরি পোশাকের ওপর ভিত্তি করেই বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। তাই এ খাতে সুনাম নষ্ট করার সুযোগও বেশি।



২। প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন ।



উঃ প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের শিক্ষা জীবনঃ জিল্লুর রহমান ১৯৪৫ সালে ভৈরব কেবি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪৬ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমান ঢাকা কলেজ) ভর্তি হন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৫৪ সালে এমএ পাস করেন। ১৯৫৫ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন।



৩। অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায় ?



উঃ অতিশ দীপঙ্কর এর জন্ম মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে।



৪। SME Tusk Force কি ?



উঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একসাথে কাজ করার জন্য বাংলাদেশ ও ভারত এর ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি Tusk Force গঠনের বিষয়ে আলোচনা হয় যেটি SME Tusk Force নামে পরিচিত।



৫। তুলা উত্পাoদনে শীর্ষ দেশ কোনটি?



উঃ তুলা উত্পাoদনে শীর্ষ দেশ চীন (প্রথম আলো , ২৪/০৩/২০১৩)



৬।টর্নেডো কি ?সম্প্রতি এটি দেশের কোথায় কবে আঘাত হানে ?



উঃ টর্নেডো হল বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড় যা মেঘ (সাধারণত কিউমুলোনিম্বাস, ক্ষেত্রবিশেষে কিউমুলাস) এবং পৃথিবীপৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে। সম্প্রতি এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২২.০৩.২০১৩ তে আঘাত হানে।



৭। কিউরিসিটি মঙ্গলগ্রহে কবে অবতরণ করে ?



উঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি রোবট কিউরিসিটি রোভার ৬ আগস্ট,২০১২ মঙ্গল গ্রহে অবতরণ করে।



৮।পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘরটি কোথায় ?



উঃ . বিজয়ের ৪১ বছর পর পুলিশ বাহিনীর বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’ স্থাপনের উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তারা।



বর্তমানে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের একটি কক্ষে এর কার্যক্রম চলছে।



৯। মুক্তিযুদ্ধের সময় পুলিশের আইজিপি কে ছিলেন ?



উঃ স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ বাহিনীর আইজিপি ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বপালন করেন ডিআইজি আব্দুল খালেক।



১0। নো ম্যানস ল্যান্ড কি ?



উঃ ২টি দেশের সীমান্তবর্তী এলাকার মাঝখানে এমন একটি যায়গা থাকে যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ,দুই দেশের মাঝে বিদ্যমান সেই ভূখণ্ডকে নো ম্যানস ল্যান্ড বলে ।



১১। “সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধীতাঃ একাত্তরের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র “বইটির প্রকাশনার নাম কি ?



উঃ “সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধীতাঃ একাত্তরের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র “বইটি প্রকাশ করে বাংলাদেশ প্রেস ইন্সটিউট (PIB)



১২। চীনের ফার্স্ট লেডি কে ?



উঃ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্ত্রী পেং লিউয়ান চীনের প্রথম ফার্স্ট লেডি।



১৪। এভারেস্ট বিজয়ী সর্বশেষ জীবিত সদস্য কে কবে কত বছর বয়সে মারা যান ?তিনি কোন দেশের ব্যক্তি ?



উঃ জর্জ লরি। ৮৯ বছর বয়সে মারা জান, মৃত্যু ২০/০৩/২০১৩ । দেশ – New Zealand



১৫।বাংলাদেশে নিযুক্ত মায়ানমার ও ভারতের রাষ্ট্রদূত এর নাম বলুন ?



উঃ বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মি. ইউ মিও মিন্ট থান। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ।



১৬। প্রফেসর জামাল নজরুল এর কয়েকটি বইয়ের নাম বলুন ?তিনি কবে কোথায় ইন্তেকাল করেন ?



উঃ বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৬ মার্চ, ২০১৩ ইন্তেকাল করেন।



তার লেখা উল্লেখ যোগ্য বই গুলো হচ্ছে :



1. Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity (1983)



2. The Ultimate Fate of the Universe (1983)



3. Rotating Fields in General Relativity (1985)



4. An Introduction to Mathematical Cosmology (1992)



১৭। গুমদুম সীমান্তবর্তী এলাকাটি কোথায় ?



উঃ গুমদুম সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। এটি আবার কক্সবাজারের উখিয়া দিয়েও যাতায়াত করা যায়।



১৮। জিরো লাইন কি ?



উঃ সীমান্তবর্তী দুটি দেশের মধ্যে যে লাইন এর দ্বারা সীমানা নির্ধারণ করা হয় সে লাইন কে জিরো লাইন বলে ।



১৯।গনহত্যা কথাটি ব্যাখ্যা করুন ?



উঃ গণহত্যা বিষয়টি বাখ্যা করতে গেলে শুধুমাত্র হত্যাই নয়, সেই সাথে আরও কিছু বিষয় সংশ্লিষ্ট যা জাতিসংঘের সাধারন পরিষদে পাস করা হয়। সেগুলু হলঃ



১. পরিকল্পিতভাবে একটি জাতি বা গোষ্ঠী কে নির্মূল করার জন্য তাদের সদস্যদের কে হত্যা বা নিশ্শ্চিন্নকরন,



২. একই উদ্দেশ্যে শারীরিক বা মানসিক ক্ষতি সাধন,



৩. একটি জাতি বা গোষ্ঠী কে নির্মূল করার উদ্দ্যেশে এমন পরিবেশ সৃষ্টি করা যাতে তারা সম্পূর্ণ বা আংশিক ভাবে নিশ্চিহ্ন হয়ে যায়,



৪. এমন পরিবেশ সৃষ্টি করা যাতে একটি জাতি বা গোষ্ঠীর জীবনধারণ কষ্টসাধ্য, সেই সংগে জন্ম প্রতিরধ করে জীবনের চাকা থামিয়ে দেয়া হয়,



৫. একটি জাতি বা গোষ্ঠীর শিশু সদস্য দের অন্যত্র সরিয়ে নিয়ে তাদের জন্ম পরিচয় ও জাতিস্বত্বা মুছে ফেলা।



২0।দেশে বর্তমানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হওয়া জরুরী নাকি একজন নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি করা জরুরী ?আপনি কার পক্ষে এবং কেন ?



উঃ দেশে বর্তমানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হওয়া জরুরী , তবে তাকে অবশ্যই গ্রহণযোগ্য ও যোগ্য হতে হবে। কারন সামনেই ১০ম নির্বাচন আসছে যেখানে রাষ্ট্রপতির গুরুত্ব অনেক ।



সংগ্রহীত ......।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
উয়ু রক্সসসসসস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.