নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

আপনি যেমনই হন না কেন আপনার মত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোথাও নেই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

আমি মনে করি যে কোন লাইফের সফলতার জন্য একমাত্র উপাই হলো নিজেকে বিশ্বাস করা ...।

নিজেকে বিশ্বাস করতে হলে, সবার আগে স্থির হওয়ার গুণ অর্জন করতে হবে। অন্যের নিকট হতে কোনো কিছুই প্রাপ্তির আশাকরা যাবে না, নিজের অর্জনের চেষ্টা নিজেকেই করে যেতে হবে। আত্মশান্তির জন্য ধর্মচর্চা একটি মোক্ষম উপায়। সবার উপরে নিজেকে সম্মান করতে হবে, চালন ক্ষমতা অর্জন করতে হবে নিজের আবেগ এবং বিবেকের…



আপনি যেমনই হন না কেন আপনার মত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ কোথাও নেই। পৃথিবীকে দেবার মতন আপনার কাছে এখনও অনেক কিছুই বাকি। তাই নিজেকে অহেতুক অন্যের চেয়ে ছোট না ভেবে নিজের মত করে বাঁচুন এবং আনন্দে থাকুন।জীবন তো একটাই ... গেইমের মত পুনরায় লাইফ পাবার সুযোগ নাই ... তাই এই এক জীবন থেকে যতবেশি সম্ভব মজা নিয়ে নেন ... যাতে কোন আফসোস না থাকে ... একটা কথা মনে রাখবেন আপনার মন খারাপ করে থাকা বা দুঃখে থাকা তে পৃথিবীর কারো কিছু যাবে আসবে না ...বরঞ্চ আপনার লস হবে কারন আপনি মন খারাপ করে থেকে নিজের অতিবাহিত সময়ের আনন্দ গুলকে মিস করেছেন ...

আমার একটাই থিওরি " অন্যের ক্ষতি না করে লাইফটাকে ইচ্ছা মত এনজই করা উচিত......কোন কিছুর জন্য আফসোস না করে যা আছে তা নিয়েই লাইফ থেকে সর্বোচ্চ মজা আদায় করে নেওয়া উচিত..."



উপদেশ দিতে কার না ভালোলাগে তাই দিয়ে দিলাম ...নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য নয় আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য ...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

স্বপনচারিণী বলেছেন: ঠিক। আমি আমিই। আমার তুলনা অন্য কারো সাথে হতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.