নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

হতাশ মানুষকে: যা বলবেন, যা বলবেন না।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

আমাদের আশে পাশে নানা কারণে অনেক মানুষ হতাশায় ভোগে। আসুন জেনে নেই তাদের সাথে কথা বলার সময় কি মাথায় রাখা উচিৎ।



১. পাশে থাকার কথা জানান।

যা বলবেন: তুমি একা নও, পাশে আছি।

যা বলবেন না: তোমার চেয়ে অনেকেই খারাপ অবস্থায় আছে।



২. তাকে জানান, সে আপনার কাছে গুরুত্বপূর্ণ।

যা বলবেন: আমার কাছে তোমার গুরুত্ব অবশ্যই আছে।

যা বলবেন না: কেউ বলতে পারবেনা তাদের জীবনে সমস্যা নেই।



৩. তাকে সাহায্য করুন।

যা বলবেন: বুকে জড়াবো তোমায়?

যা বলবেন না: নিজের জন্য দুঃখ করা বন্ধ কর।



৪. হতাশা একটি কঠিন বাস্তবতা।

যা বলবেন: তুমি স্বাভাবিকই আছ।

যা বলবেন না: তুমি তো সব সময়ই হতাশ।



৫. আশার কথা শুনান।

যা বলবেন: খুঁজে দেখ এখনো অনেক পথ খোলা।

যা বলবেন না: হতাশ চেহারা নিয়ে ঘুরে বেড়িও না।



৬. হতাশা অতিক্রমের পথ দেখান।

যা বলবেন: যদি তোর ডাক শুনে কেই না আসে, তাবে একলা চল রে...

যা বলবেন না: তোমার নিজের দোষেই কিছু হয় না।



৭. তাকে বোঝান যে, আপনি তাকে বোঝেন।

যা বলবেন: তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি না সত্যি, কিন্তু খুব ভাবে বুঝি কষ্টটা কোথায়।

যা বলবেন না: বিশ্বাস কর, আমি তোমার কষ্ট অনুভব করছি, আমারও একই সমস্যা হয়েছিল।



৮. আস্থা অর্জন করুন।

যা বলবেন: আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না।

যা বলবেন না: তোমার যন্ত্রণা আর নিতে পারছি না।



৯. তার প্রতি যত্নশীল হোন।

যা বলবেন: তোমাকে সত্যি ভালবাসি (যদি সত্যি তা হয়)

যা বলবেন না: তোমার নিজের কথা বলতে বলতে বিরক্তি আসেনি এখনো?



১০. এক সাথে অর্জন কারা উপায় দেখান।

যা বলবেন: তোমার আচরণ বা কথায় আমি কষ্ট পাই না।

যা বলবেন না: মাতাল হইছো?

collcted

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

অনিক্স বলেছেন: prothom priyote.
apni facebook page DEHO'r admin?

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

রবি কিরণ বলেছেন: মনে রাখাটাই বড় বিষয়।
তবে অনেক ধন্যবাদ আপনাকে পোস্টের জন্য।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

আরজু পনি বলেছেন:

খুবই ভালো লাগলো কথা গুলো...

অনেক ধন্যবাদ, আপনি ডেডবডি নিক হয়েও জীবিত, আশাবাদী মানুষের কথা বলরেন...এটি খুব ভালো ।

প্রিয়তে নিয়ে রাখলাম ।।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো কথাগুলো

৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

জনাব মাহাবুব বলেছেন: কথাগুলো আসলে খুব সুন্দর।

এগুলো মনে রেখে সামনে এগুলে অনেক মানুষের জীবনে হতাশা কেটে যাবে এবং নতুন আশার সঞ্চার হবে। :D :D :D



ধন্যবাদ এই সুন্দর কথাগুলো শেয়ারের জন্য।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

মীন বলেছেন: আমার ফেসবুক একাউন্ট এ দিলাম। অনেক দরকারি কথা।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

মীন বলেছেন: আমার ফেসবুক একাউন্ট এ দিলাম। অনেক দরকারি কথা।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

মশিকুর বলেছেন:
কেবল মাত্র বড় মনের মানুষেরা একজন হতাশ মানুষের পাশে দাঁড়াতে পারে। হতাশার চরম পরিনতি হল আত্নহত্যা। তাই আমাদের উচিৎ নিজের মন আরও বড় করা এবং প্রিয় হতাশ মানুষটির পাশে থেকে তার জীবন রক্ষা করা।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

রিমঝিম বর্ষা বলেছেন:

মানুষগুলো সবসময় নেতিবাচক আচরণ করে। আর এজন্যই চারপাশে এত সমস্যা।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.