![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের ১৫তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ভাই।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৫ জুন তিনি চার তারকা জেনারেলের মর্যাদা নিয়ে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। এ বিষয়ে আজ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ২৫ জুন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে।
১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০১৩ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় পিএসওর দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ফেরদাউসুর রহমান বলেছেন: সু-স্বাগতম
২| ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
ই- নাগরিক বলেছেন: অভিনন্দন।
৩| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন জেনারেল বেলাল! নিজ কোর্সে সোর্ড অফ অনার পাওয়া যোগ্যতম অফিসারকেই দেয়া হলো মনে হয়।
৪| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:০০
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: নতুন সেনা প্রধান জেনারেল বেলালকে অভিনন্দন।
৫| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪
তাল পাখা বলেছেন: একভাইকে মেয়র পদ উপহার। আরেক ভাইকে সেনাবাহিনীর প্রধান পদে অধিশজঠিত করার পিছনে ক্ষমতাকে পাকাপাকিভাবে দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্য বৈকি অন্য কিছু নয়।
০২ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩
ফেরদাউসুর রহমান বলেছেন: ভাই সেনাবাহিনীর পদ পাচ্ছে বলেই আরেক ভাইকে মেয়রের পদটি দেয়া হয়েছে। যাতে করে সেনাবাহিনী নিজ দলে বস মানাতে পারে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
প্রামানিক বলেছেন: স্বাগতম