নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদাউসুর রহমান খান

ফেরদাউসুর রহমান

ফেরদাউসুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নিলয়ের বিয়ের খবর জানে না পরিবার, স্ত্রী শালিকা অস্বীকার

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৭



ব্লগার নিলয় নীল আটমাস আগে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন। ঈদের এক সপ্তাহ পর বাড়ি থেকে ঢাকায় আসেন তিনি। তাকে ঢাকায় ফিরতে নিষেধ করেছিলেন তার মা। কিন্তু বিসিএসের প্রস্তুতির কথা বলে ঢাকায় চলে আসেন তিনি। আর তার বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা দাবি করেন,‘নিলয় বিয়ে করেছে এই খবর আমরা জানিনা’।

জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা বলেন, ‘বলা হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী এবং তার শ্যালিকা আছে। কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা জানি আমার ভাই এখন পর্যন্ত বিয়েই করেনি।’ সংবাদ মাধ্যমের খবরকে উড়িয়ে দিয়ে বলেন,‘ আমার ভাই বিয়ে করলে আমরা জানবনা?’

তবে রাজধানীর গোড়ানের বাসায় নিলয় স্ত্রী সহ থাকতেন। হত্যার ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে যে মামলা হয়েছে তার বাদী আশামনি। তিনি নিলয়ের স্ত্রী হিসেবে মামলাটি করেছেন। আশামনির বাবার নাম শামসুদ্দিন। মামলার এজাহারে নিলয় নীলের নাম লেখা হয়েছে নীলাদ্রি চ্যাটার্জি। বাবার নাম তারাপদ চ্যাটিার্জি।

নিলয়ের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। তার মা অপর্ণা চট্টোপাধ্যায় বলেন, ‘আমার ছেলে তো কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আমার এমন নিরপরাধ ছেলেকে এভাবে হত্যা করল কারা?’ ছেলে হারানোর শোকে বিহ্বল মা বিলাপ করতে করতে একটু পরপরই মূর্ছা যাচ্ছিলেন। আর বলছিলেন,‘‘আমার এখন কী হবে? তোমরা আমাকে একটু বিষ এনে দাও। ওরে ঢাকায় ফিরে যেতে বারণ করেছিলাম। বলেছিলাম, বাড়িতে বসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে।’
বাবা তারাপদ চট্টোপাধ্যায় শোকে যেন নির্বাক হয়ে গেছেন।

নিলয় চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যামিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বাবা সাধারণ গৃহস্থ হলেও বাড়ির আত্মীয়-স্বজনদের অনেকেই শিক্ষক-আইনসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। এলাকাবাসী জানান, নীলাদ্রি সবার কাছেই খুব ভদ্র ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিল।

নিলয়ের বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা বলেন, ‘আমার ভাইয়ের এলাকায় কোনো শত্রু ছিল না। সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। দীর্ঘ আট মাস পরে সে বাড়ি আসে। কী কারণে তাঁকে হত্যা করা হলো তা আমরা জানি না। আমরা চাই, সরকার এর সুষ্ঠু তদন্ত করে বিচার করুক। না হলে তাঁর আত্মা শান্তি পাবে না।


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

সন্ধানী সজল বলেছেন: ;)

২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: চট্টপধ্যায়রা উচ্চ বংশীয় হিন্দু। মুসলমান বিয়ে করার ব্যাপারটি ধর্মীয় কারণে হয়তো বাড়িতে বলার সুযোগ পায়নি। মারা যাওয়ার পর নিলয়ের স্ত্রীকে অস্বীকার করে লাভ কি?

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

ফেরদাউসুর রহমান বলেছেন: তা তার পরিবার ভালো করেই জানে কি লাভ তাদের।

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক বলেছেন: চট্টপধ্যায়রা উচ্চ বংশীয় হিন্দু। মুসলমান বিয়ে করার ব্যাপারটি ধর্মীয় কারণে হয়তো বাড়িতে বলার সুযোগ পায়নি। মারা যাওয়ার পর নিলয়ের স্ত্রীকে অস্বীকার করে লাভ কি.....সহমত

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

ফেরদাউসুর রহমান বলেছেন: তা তার পরিবার ভালো করেই জানে কি লাভ তাদের

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

মাঘের নীল আকাশ বলেছেন: ঘটনার সাথে অসামঞ্জস্যপূর্ন এবং অহেতুক বিতর্ক তৈরীর চেষ্টা!

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

ফেরদাউসুর রহমান বলেছেন: হুম হতে পারে।

৫| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৭

যোগী বলেছেন:
বিয়ে করেছে কাগজে কলমে সেটা কেও জানলো বা নাজানলো তাতে সমস্যা কী?

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

ফেরদাউসুর রহমান বলেছেন: না জানলে সমস্যা নেই। তবে আমরা কতটা আধুনিক, মুক্তমনা ও বিজ্ঞান মনষ্ক হচ্ছি বিয়ে করছি তা মা-বাবার কাছে বলার সাহস পাচ্ছি না। ভাবার বিষয়।

৬| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২

ফেরদাউসুর রহমান বলেছেন: কেন অস্বীকার করছে তার পরিবার। তা তার পরিবারই ভালো জানে। তবে তার মাসী (খালা) একটা ব্যাখ্যা দিসে সেটা শুনুন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫০

এনালগ হিমু বলেছেন: এরা কোন ধর্মানুসারে বিয়ে করছে? নিলয় যেহেতু নাস্তিক ছিল সেহেতু নিশ্চয় কোন ধর্মের প্রথা অনুযায়ী বিয়া করে নাই। সুতরাং তাদের বিয়ে ও হয় নাই।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

ফেরদাউসুর রহমান বলেছেন: সহমত

৮| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২

হামিদ আহসান বলেছেন: কী জানি.......

৯| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

ওয়াহিদ রহমান বলেছেন: তারা লিভ টুগেদার করেছে, বিয়ে করে নাই।

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

তাপস কুমার দে বলেছেন: গুড।

১১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
হত্যার ঘটনা এখন বিয়ে নিয়ে ঘোট পাকছে !

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

ফেরদাউসুর রহমান বলেছেন: জ্বি স্যার একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.