নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদাউসুর রহমান খান

ফেরদাউসুর রহমান

ফেরদাউসুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতি\'র সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথন ফাঁস: দেশজুড়ে তোলপাড়

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭



সাকা'র চুড়ান্ত রায় নিয়ে প্রধান বিচারপতি ও অন্য আরো এক বিচারপতির মধ্যে কথোপকথন ফাঁস হয়েছে। এ নিয়ে আদালত পাড়া সহ দেশজুড়ে তোলপাড় শুরু হলে গত কাল আদালতে আইনজীবী সালাউদ্দিন দোলন বিষয়টি শুনানি করেন। এবং সাকা চৌধুরীর আপীল শুনানির বেঞ্চ গঠনের বিষয়ে প্রধান বিচারপতি ও অন্য এক বিচারপতির কথোপকথনের অংশ বিশেষ আদালতে পড়ে শোনান। জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দাখিল করা জবাবের সঙ্গে যে অডিও সিডি উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে কিছু অংশ তুলে দেয়া হলো-

অন্য বিচারপতি: এই যে সেদিন বললেন না, আপনি সেদিন বললেন যে, সাকার ফ্যামিলি আপনার কাছে এপ্রোচ করছে আমারে না করার জন্য কিন্তু পরবর্তী টাইমে দেন।

প্রধান বিচারপতি: সাকারটাতো হিয়ারিং হয়ে গেছে।

অন্য বিচারপতি: না, সেটা বলতেছি না। আপনি বলছিলেন, সাকার ফ্যামিলি আপনাকে বলছে আমাকে না রাখার জন্য এ জন্য রাখতে পারেন নাই।
প্রধান বিচারপতি: হ্যাঁ..হ্যাঁ।
অন্য বিচারপতি: কিন্তু, এখন পরবর্তীটা
প্রধান বিচারপতি: পরবর্তীতে হিয়ারিংয়ে যেটাই যাই, আমি আপনাকেই রাখব।
অন্য বিচারপতি: আমার কিন্তু আছে আর এক মাস।
প্রধান বিচারপতি: হ্যাঁ..?
অন্য বিচারপতি: এক মাস আছে।
প্রধান বিচারপতি: এক মাস আছে? কবে শেষ হবে?
অন্য বিচারপতি: আমারতো... মানে এই ছুটিতেই শেষ। নইলে আর পাব না কিন্তু। আমাকে দেন। অন্তত সাকার ফ্যামিলি থেকে আপনাকেও বলছে আপনি দিতে পারেন নাই, সাকার ফ্যামিলি মেম্বাররা বলছে। কিন্তু এইটাতো...
প্রধান বিচারপতি: সাকার ফ্যামিলি মেম্বার মানে, সাকার পক্ষ থেকে।
অন্য বিচারপতি: যাই হোক, সাকার পক্ষ থেকে বলছে আমারে না দেয়ার জন্য।
প্রধান বিচারপতি: হ্যা না দিতে বলছিলেন।
মওদুদ আহমেদের বাড়ির মামলার বিষয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বেঞ্চে না রাখতে মওদুদ আহমেদ প্রধান বিচারপতির হাতে পায়ে ধরেছেন, এ সংক্রান্ত একটি অডিও সিডিও আদালতে উপস্থাপন করা হয়েছে। সেই সিডি থেকে কিছু অংশ তুলে দেয়া হলো।-
অন্য বিচারপতি: আচ্ছা কালকে তো ১১ নাম্বারে মওদুদের। মওদুদেরটা ১১ নাম্বারে। মওদুদেরটায় কিন্তু আমার নাম ছিলো লিস্টে।......আজকে কিন্তু আমার নাম নেই।......আমি ছিলাম কিন্তু। আপনি কালকে বললেন না কালকে, মওদুদ আসছিলো। আপনার হাতে পায়ে ধরছে।
প্রধান বিচারপতি: হ্যাঁ।
অন্য বিচারপতি: কি বলছে?
প্রধান বিচারপতি: আপনি দয়া করে যাকে দেন চৌধুরী সাহেবকে দিবেন না। হাতে পায়ে ধরছে।
অন্য বিচারপতি: ধরছেতো কি হইছে?
প্রধান বিচারপতি: অস্পষ্ট
অন্য বিচারপতি: কি বলছে, যে মানিক সাহেবকে দিবেন না?
প্রধান বিচারপতি: হ্যাঁ, জি, জি।
অন্য বিচারপতি: হ্যাঁ, কি বলছে।
প্রধান বিচারপতি: চৌধুরী সাহেবকে বাদ দিয়ে যাকে দেন। তাকে দিয়েন না।

সূত্র-জনকণ্ঠ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫

আহমাদ ফিরোজ বলেছেন: সূত্র জনকণ্ঠ দেখে টাস্কিত.....!!!!

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯

ফেরদাউসুর রহমান বলেছেন: হুমম টাস্কিত হবার ই কথা। তবে ঘটনা ঘটেছে। হা হা হা........

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

ফেরদাউসুর রহমান বলেছেন: আরো মজার ব্যাপার হলো এই ফোন রেকর্ডটি একাত্তর টিভিতে সম্প্রচার করা হয়েছে।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭

ট্রোল বলেছেন: বেরসিক কথক --আপ্নার ইংরেজিতে সমস্যা আছে
আগে ইংরেজি শিখেন তারপর জ্ঞান দিয়েন

৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪০

আমি মিন্টু বলেছেন: কি হচ্ছে আর কি যে হবে কে জানে

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

ফেরদাউসুর রহমান বলেছেন: দেখতে থাকুন.........................ধন্যবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

আহমাদ ফিরোজ বলেছেন: হুম,,,,, ফোনালাপে বিরোধী নেতার সাথে কম্প্রোমাইজের কিছু ছায়া আছে তো তাই একাত্তর আগ বাড়িয়ে সম্প্রচার করেছে।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

ফেরদাউসুর রহমান বলেছেন: হ তাই জনকণ্ঠ আর একাত্তর টিভি এটা সম্প্রচার করছে।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন: অনেককিছুই হয়েছে, তবে রায়ে এসবের ছাপ পরেনি। এটাই আশার কথা

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

ফেরদাউসুর রহমান বলেছেন: ছাপ না পড়লে ভালো। তবে............................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.