নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীকে গডতে হলে . সবার আগে নিজকে গডি.............

ফেরীওয়ালা বন্ড

আমি এক ফেরিওয়ালা ভাই ,স্বপ্ন ফেরি করে বেরাই।হরেক রকম স্বপ্ন আছে আশা কিংবা নিরাশার.....।আমার স্বপ্ন কিনতে হলে আস্তো পাগল হওয়া চাই.......

ফেরীওয়ালা বন্ড › বিস্তারিত পোস্টঃ

বিচার বনাম হত্যা...........।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

আজ আমার ছেলে ইহান এর জম্মদিন.

ঘরের সবাই অনেক মজা করছে।আর আমার মনটা কেমন এক অজানা বেদনাই হাহাকার করছে।এক নিরাপরাধ লোক কে আজ রাত ১২.০১ মিনিটে হত্যা করা হবে।শুধু মাএ রাজনৈতিক কারনে..হে আল্লাহ তুমি মজলুম এর ফরিয়াদ শুনো.আমাদের সবাইকে ধৈর্য ধারন করার তৌফিক দাও।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

ইউরো-বাংলা বলেছেন: মুজিব গিয়েছিল যে পথে, হাসিনাও যাচ্ছে সে পথে !

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

যেড ফ্রম এ বলেছেন: আপনার ছেলে ইহানের জন্য করুনা হচ্ছে সে একটা ছাগুর ঘরে জন্মগ্রহন করেছে বলে :(

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সাজিদ ঢাকা বলেছেন: এই জীবন রাইখা আর কি করবেন মইরা জান , , নিজে তো শেষ হইসেন ই ই দয়া করে আপনার ছেলের ব্রেইন টা ওয়াশ করবেন না ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীরা ভালুকের মত, টের পাবেন: ওরা ঘুমায়, জেগে উঠলে খবর আছে।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

নুরুল অমিন বলেছেন: আদালত সরকারের একটা কেনা খুনি।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

প্রত্যাবর্তন@ বলেছেন: যেড ফ্রম এ বলেছেন: আপনার ছেলে ইহানের জন্য করুনা হচ্ছে সে একটা ছাগুর ঘরে জন্মগ্রহন করেছে বলে

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

হাসিব০৭ বলেছেন: সবসময়ই রাজনীতির উর্ধে থেকে নিজের নীতি মেনে চলেছি। নিজের বিবেক য়া বলে তাই করেছি। একটি কথা চরম সত্য যে আওয়ামিলীগ আত্মসমালোচনা সহ্য করতে পারে না সেটা দলের কর্মী হলেও আচরন একই। আর কেউ তাদের বিপরীতে গেলে হয় ছাগু নইলে রাজাকার ট্যাগ দেয়। যুক্তিকথা তারা কখনই শুনেনা। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। যে কোন অপমৃত্যুকেই ঘৃনা করি সেটা যে দলই করুন না কেন হোক সেটা আওয়ামিলীগ বা বিএনপি

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

ক্রিস্টাল বয় বলেছেন: oh Allah plz safe Kader moll

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

বীরেনদ্র বলেছেন: দেশ কাফের মুশরিকে ছেয়ে গেল দেখছি। সবাই আল্লাহ'র উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে । এই জন্যেই দেশের এই দুরবস্থা। আল্লাহ'র হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না। কাদের মোল্লার ফাসি হলে তা আল্লাহ'র হুকুমেই হবে।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

কর্পোরেট ভালোবাসা বলেছেন: আন্দোলনের জন্য কুরবানী প্রয়োজন । পূজা করা যজ্ঞের আগুনে ঘি দিতে হয় ।

হয়তো সেই কুরবানী এটা ।

যদিও খারাপ লাগছে তবে এর ভিতরেই জলোচ্ছাস অপেক্ষা করছে ।

বেয়াইকেও ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হোক ।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

সাধারণ মুসলমান বলেছেন: মন্ত্রিরা হুকুম দিয়াই খালাস, গন্ডগোল হবে, মরবে সাধারণ মানুষ আর সাধারণ পুলিশ ৷ আর হাগুরা ইতরের মত মন্তব্য করবে ৷

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

পৃথিবীর আমি বলেছেন: প্রত্যাবর্তন@ বলেছেন: যেড ফ্রম এ বলেছেন: আপনার ছেলে ইহানের জন্য করুনা হচ্ছে সে একটা ছাগুর ঘরে জন্মগ্রহন করেছে বলে

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

এনিগমা বলেছেন: হাগুদের কথা শুনেই চেনা যায়

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: ইউরোবাংলা কোন হারামি রে!
প্রত্যেকটা পোস্টে গিয়ে গিয়ে জামাতি লিং দিয়ে আসে?

ছাগুর বাচ্চা কভি নেহি আচ্ছা
যো হ্যায় আচ্ছা ও ভি শুয়ার কা বাচ্চা।

আজকে তিনদিন ধরে প্রত্যেক পোস্টে একই কমেন্ট, একই লিংক দিয়ে মহাফ্লাড করছে এই লোকটা। সামুতে একই ফ্লাডিং করা জায়েজ নাই। সামুতে জামাতির বাচ্চাদের কোন জায়গা নাই।

আগে পরে কোন কথা বলে না, শুধু কাদের মোল্লার গুনগাণের লিংক।

একাত্তর সাল কি ছিল না?
জামাত কি সবচে বড় রাজাকার দল না?
বাংলাদেশের মানুষ কি পাকিস্তান-জামাতের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়নাই?
গোলাম আজম কি রেজাকার বাহিনীর বড় খাদেম ছিল না?
কামারুজ্জামানের কাজ কি মুক্তিযোদ্ধাদের আঙুল কাটা ছিল না?
নিজামী কি তখন ছাত্রসংঘের প্রধান ছিল না?
ষোলই ডিসেম্বর কি ছাত্রসংঘ আর আল বদরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বস্তা বস্তা উপড়ানো চোখ উদ্ধার করা হয়নি?


গো মা রনি'র মত একটা বাজারি ব্যবসায়ী দুইদিনের বৈরাগী সরকারি জমি দখলকারী লোক, যার প্রিয়জন সব রাজাকার-আলবদর এর জেলের লোকজন, যার ওঠাবসা মাচুদুর রহমানের সাথে, তার কথা এত ফ্লাডিং কেন?

কোন চুলা থেকে এইসব দুই পয়সার অনলাইন নিউজ এজেন্সি এসেছে? এইসব হামটি ডামটি নিউজ এজেন্সির লিংক এইসব নব্য রাজাকার কোথা থেকে পায়? আর কেমন করে সবখানে ছাপায়?

পাচ বছর নয় মাসের ব্লগার পাঠাই না। সবজায়গায় জামাতি লিং কেন? শুয়রের বাচ্চা গীধর কাদের মোল্লার গুণগান সব পোষ্টে লিং মেরে আসে?

জামাতি সাপ পুষলে উল্টা ছোবল মারবে। সব নষ্ট করবে। সকল জামাত-শিবির-রাজাকার-আলবদর-আলশামস-শান্তি কমিটির প্রচার-প্রচারণাকারীর নি:শর্ত ব্যান চাই।



পোস্টদাতা, ইউরোবাংলা আর সমস্ত পেইড বিক্রি হওয়া রেজাকার-আল বদরের কমেন্ট অনুগ্রহ করে ডিলিট করুন। বেহায়া ছাগুর একমাত্র পাওনা গদাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.