| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা ঘুম থেকে উঠেই মেজাজ টা খারাপ হয়ে গেলো, জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আকাশ দেখবো কি ?? বিশাল এক ব্রাজিলের পতাকা। আমি আর্জেন্টাইন সাপোর্টার , আমার জানালা দিয়ে হয় নীল সাদা পতাকা, অথবা নীল আকাশের মাঝে মাঝে সাদা সাদা মেঘ দেখা যাবে, ঐ কটকটা সবুজ হলুদ ক্যান ??চার বছর পর পর আসে ফুটবল বিশ্বকাপ, একটূ আধটু ঝগড়া না হইলে কি জমে। কার পতাকার থেকে কার পতাকা বড় এইটা নিয়ে একটা এপিক দেমাগী ঝগড়া না হলে জমবে কেনো?? পতাকা নিয়া নো চুদুর বুদুর। একমাত্র ভারত-পাকিস্তানের পতাকা আমাদের দেশে উড়ানি যাবে না। ওরা বেনিয়া, আমাদের একজন শাসন করেছে, আরেকজন শোষন করছে। সো নো ইন্ডো-পাকি পতাকা। কিউট কিউট রোনালদো, ড্যাসিং মেসি , বেকহামের ইংল্যান্ড এর পতাকা তো আমরা উড়াতেই পারি, তাই না ?? আচ্ছা আমরা যেনো পাকিস্তানের বা ভারতের পতাকা উড়াইলে দেশদ্রোহী হই ক্যানো ?? ওরা আমাদের শোষন করেছে বা করছে বলে কি ?? ছোটোবেলায় কোথায় যেনো পড়েছিলাম না , পর্তুগীজ হানাদার , ব্রিটিশ শাসক , ঐ গুলা আসলে কি যেনো ছিলো ??
পতাকা নিয়া নো চুদুর বুদুর, একটা দলের সাপোর্ট করেন ঠিকাছে , বাট দেশের সাথে নো বেয়াদবী। পতাকার ও একটা ইজ্জত আছে। সবার উপরে আমার দেশের পতাকা, তার নীচে আর কারো পতাকাই না, অন্য দেশের পতাকার রেপ্লিকা লাগান, বাট নো পতাকা।
©somewhere in net ltd.