নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

‘আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দিবেন’

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২

“আমি দাঁড়াইয়া যামু, আপনি আমারে বসাইয়া দিবেন। লোক দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই।” ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে এরশাদের সাম্প্রতিক মান-অভিমানের নিখুত নাটকের শানে নুযুল দেশবাসী অচিরেই বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আনপ্রডিক্টেবল বলে পরিচিত এরশাদের বড় কোনো সফলতার সম্ভাবনা নেই।



এক সময়ের ক্ষমতা দখলকারী স্বৈরশাসক এরশাদের জাতীয় পার্টি বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে অনেকটাই আঞ্চলিক দলে পরিণত হয়েছে। বর্তমান সরকারের নজিরবিহীন ব্যর্থতার কারনে জনসমর্থন তুঙ্গে থাকা ১৮ দলীয় জোটে গিয়ে খুব বেশি ফায়দা হাসিলের সুযোগ এরশাদের নেই। তাই দলীয় সরকারের অধীনে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদ দীর্ঘ করতে অনঢ় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে লোক দেখানো দূরত্ব তৈরির মাধ্যমে সমঝোতার প্রধান বিরোধী দল হওয়ার নীল নকশায় এগোচ্ছে এরশাদ। তাই আওয়ামী লীগের সাথে এরশাদের সাম্প্রতিক আচরণ ক্ষমতা কুক্ষিগত রাখতে জনগণকে আইওয়াশ মাত্র। তবে আ’লীগ গণবিস্ফোরণের মুখে দলীয় সরকারের অধীনে ক্ষমতার মেয়াদ বাড়াতে ব্যর্থ হলে উচ্চ আদালতে সাঈদীর রায় অথবা অন‌্যকে ইস্যু সামনে এনে অন্য কোনো শক্তিকে ক্ষমতায় আসার ব্যবস্থা করতে পারে।





Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

এন ইউ এমিল বলেছেন: আওয়ামীলিগ কিংবা বিএনপি কিংবা যেকোন দলকে একনিষ্ঠভাবে সমর্থন করা মস্তিষ্ক বিকিৃতির মতই, কারণ এরা কেউই ভালনা

২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

মহিদুল বেস্ট বলেছেন: আসলেই তাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.