নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

আমাকে তত্বাবধায়ক সরকার প্রধান পদে নিয়োগ দিন ।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১

মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার প্রতি আমার আবেদন, আমাকে তত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ দিতে পারেন । আমার প্রশাসনিক যোগ্যতা ও দক্ষতা আছে । আমার মতে আমিই বাংলাদেশের একজন ১০০% নিরপেক্ষ , সৎ ব্যক্তি এবং আমি তত্বাবধায়ক সরকার প্রধান পদে নিয়োগ পেলে জাতিকে একটি অসাধারন একটি নির্বাচন উপহার দিতে পারবো । জনগনের তরফ থেকেও কোন বাধা আসবেনা যদি আমাকে সরকার প্রধান পদে নিয়োগ দেয়া হয় । জনগন আমাকে অনেক ভালবাসে, ভাল জানে ।



জাতি আমাকেই চায় । জাতির এই ক্রান্তিকালে আমিই একমাত্র ভরসা । একটি মহান নির্বাচন দেয়ার জন্য আমি রাত দিন ২৪ ঘন্টা হোম ওয়ার্ক করে যাচ্ছি ।

কথা দিচ্ছি, সরকার প্রধান পদে নিয়োগ পেলে আমার সর্বপ্রথম কাজ হবে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া, নির্বাচন শেষ হয়ে গেলে আমি ক্ষমতা আকড়ে ধরে থাকবো না ।



কথা দিলাম আমি তিন মাসের বেশী ক্ষমতায় থাকবো না ।



যদি রাজী হোন তাহলে আমার জীবন বৃত্তান্ত দেশ ও জনগনের মাঝে বিলি করে দিবো ।



দেশবাসীর অকুন্ঠ ভালবাসা নিয়েই আমার জীবনের অন্যতম ইচ্ছাটি পূরন করতে মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতা আমাকে চরম একটা সুযোগ দান করবেন ।

মহান আল্লাহ আমাদের মংগল দান করুন ।



বাংলাদেশ জিন্দাবাদ ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২

কামরাজ বলেছেন: খুব ভালো লেগেছে

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ভাই । আমার পক্ষ হয়ে জাতির জন্য কাজ করুন । জাতি এ মুহূর্তে আমাকেই চায় । সবাই তো চোর চোট্রা, ক্ষমতা লোভী । আমি এসরব নাই । আমার জন্য দেয়া করবেন ভাই । আপনার পরিবারের সকলকে আমার সালাম পৌছে দিবেন ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

মনসুর-উল-হাকিম বলেছেন: সুন্দর প্রস্তাব, আপনার মত সকলেরই এগিয়ে আসা উচিৎ, ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১

িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ ভাই । আমার পাশে থাকবেন । জাতির সমর্থন চাই ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

এন ইউ এমিল বলেছেন: ত্বতাবধায়ক পাইলেন কই, সেইটাতো বিলুপ্ত হইছে

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

িফল্ড মার্শাল বলেছেন: যে নামেই ডাকুন, সেই পদের জন্য আমিই প্রার্থী ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

ভিটামিন সি বলেছেন: আমিও এই পদের প্রার্থী। আসুন আগে নির্বাচন কইরা লই কেডা ওই পদ পাইবো। তারজন্য আগে আলাদা একটা নিরপেক্ষ লোক দরকার।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

িফল্ড মার্শাল বলেছেন: নিরপেক্ষ লোক হিসাবে আমার ছেলেকে নির্বাচন করতে পারেন ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ভাই উপদেষ্টা হিসেবে আমাকে নিতে পারেন।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

িফল্ড মার্শাল বলেছেন: অবশ্যই যোগ্রতম প্রার্থী হলে আপনাকে নেয়া হবে । তার আগে বলুন আপনি কোন দলের সমর্থক ???

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

আমাবর্ষার চাঁদ বলেছেন: ঠিক আছে আপনেরে নিয়োগ দিলাম............


অহন কি করবেন করেন....

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

িফল্ড মার্শাল বলেছেন: আপনার নিয়োগ দানে আমি মহান নিরপেক্ষ নির্বাচন দিতে অপারগ । ভাল থাকবেন ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

অকপট পোলা বলেছেন: আপনি শেষ করসেন "বাংলাদেশ জিন্দাবাদ " বইলা আর করবেন নিরপেক্ষ নির্বাচন। আ.লীগের একটা কিলও মাটিতে পড়বোনা কিন্তু!

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

িফল্ড মার্শাল বলেছেন: আপনি আমার পাশে থাকলে ভাল হয়, তাহলে কিলগুলি আপনার পিঠেই পড়ুক । আমি সেইফ থাকবো । ধন্যবাদ ভাই ।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

অকপট পোলা বলেছেন: আফনে পাগল হইসেন তো কি আমিও পাগল নাকি? আমার প্রোপিক টা দেখসেন নি-- আমি কেডা?? আফনের পিঠে পরথম কিলটা তো আমিই দিমু! =p~ =p~ =p~ =p~ সুস্হ হোন কামনা। ;)

৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আপনার কাছে দাবি থাকবে তত্বাবধায়ক সরকারের প্রধান হলে আমাকে বঙ্গভবন ঘুরার চান্স দিতে হবে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.